ফওয়াদ-মাহিরাকে কটাক্ষ সেলিনার। ছবি: সংগৃহীত।
পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে গর্জে উঠলেন সেলিনা জেটলি। পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তান দুই দেশের মাঝে উত্তেজনা বেড়ে চলেছে। প্রথম থেকেই পাক শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। তবে ফওয়াদ খান ও মাহিরা খানেরা ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করার পরে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। বলিউডের ছবির পোস্টার থেকে সরিয়ে দেওয়া হয় পাক শিল্পীদের ছবি। এ বার পাকিস্তানি শিল্পীদের কটাক্ষ করলেন সেলিনা।
অভিনেত্রীর দাবি, পাকিস্তানের শিল্পীরা ভারতের বিনোদনজগতে এসে রোজগার করছেন, খ্যাতি অর্জন করছেন। কিন্তু এমন দুঃসময়ে তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন না। সাক্ষাৎকারে সেলিনা বলেছেন, “ভারত সবার উপরে। আমাদের জাতীয়তাবাদ সবার আগে থাকা উচিত। পাকিস্তানি শিল্পীরা আমাদের বিনোদনজগৎ থেকে সমস্ত সুবিধা উপভোগ করবেন। কিন্তু সন্ত্রাসের প্রতি ওঁদের সরকারের সমর্থনের বিষয়ে নীরব থাকবেন।”
সন্ত্রাসমুক্ত দেশের জন্য পাকিস্তানের শিল্পীরা সরব হন না, দাবি করেছেন অভিনেত্রী। সেলিনা বলেছেন, “ওঁরা চাইলেই হিংসা দমন ও পরিবর্তনের দাবি তুলতে পারেন। কিন্তু ওঁরা চুপ করে থাকতেই পছন্দ করেন। ওঁরা যত দিন না দায় নিচ্ছেন বা সন্ত্রাস দমনের দাবি তুলছেন, তত দিন ওঁদের দূরে সরিয়ে রাখাই উচিত।”
ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বলিউডের প্রভাবশালীদের নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে সেলিনা বলেছেন, “লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে যাঁদের, তাঁরা যখন চুপ থাকেন, তাঁদের দেখে অবাক লাগে। দেশের প্রয়োজনে কেউ দেশের পাশে থাকছেন কি না সেটাই বলে দেয়, কার মধ্যে কত দেশপ্রেম রয়েছে। ইতিহাস মনে রাখবে, এই দুঃসময়ে কে পাশে ছিলেন, কে ছিলেন না।” সেলিনা জানিয়েছেন, তাঁর বাবা ও দাদুও এক সময়ে সেনাবাহিনীতে ছিলেন। আহত হয়েও দেশের সেবা করে গিয়েছেন অবিরত। তাই তাঁর রক্তেও দেশপ্রেম রয়েছে।