Debjani Chatterjee

মুম্বইয়ে একের পর এক অডিশন দিচ্ছেন! ২২ বছর পরে কেন বাংলা ধারাবাহিক থেকে মুখ ফেরালেন দেবযানী?

অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়কে ছোটপর্দায় দেখতে অভ্যস্ত ছিল দর্শক। কিন্তু, প্রায় আড়াই বছর হয়ে গেল, তাঁকে আর দেখা যাচ্ছে না ধারাবাহিকে। নেপথ্যে রয়েছে কী কারণ?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৭:৩৭
Share:

কেন ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত দেবযানীর? ছবি: সংগৃহীত।

২২ বছর একটানা ছোটপর্দায় অভিনয় করেছেন তিনি। কিন্তু আর ছোটপর্দায় কাজ করতে ইচ্ছুক নন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। প্রায় আড়াই বছর হয়ে গেল তাঁকে কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না। অন্য দিকে বড়পর্দায়ও যে তিনি খুব বেশি অভিনয় করছেন, তা নয়। বেশ কিছু দিন হল মুম্বইয়েই থাকছেন দেবযানী। আচমকা কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

Advertisement

বহু জনপ্রিয় ধারাবাহিকে কখনও নেতিবাচক আবার কখনও ইতিবাচক চরিত্রে তাঁকে দেখেছে দর্শক। কিন্তু, গত দু’বছরে নাকি ছোটপর্দায় অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “প্রায় আড়াই বছর হল ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছি। সত্যি বলতে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই মেগাতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন ধরনের কাজ করতে চাইছি। ছোটপর্দায় নতুন কিছু করার নেই। আমার জন্য নতুন কিছু হবে সেটাও নয়। আর গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম না।”

তা হলে এখন কী করতে চান দেবযানী? করোনা পরিস্থিতি অনেক কিছুই বদলে দিয়েছে। ফলে অভিনেত্রী এই পরিবর্তিত পরিস্থিতিতে ওয়েব সিরিজ়ে অভিনয় করতে খুবই আগ্রহী। সেই কারণেই অনেক দিন ধরে মুম্বইয়ে থাকছেন তিনি। মাঝেমাঝে আসছেন কলকাতায়। অভিনেত্রী জানিয়েছেন, ওখানের কাজকর্মের ধরন অন্যরকম। বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন তিনি। এ ছাড়া কলকাতায় তাঁর নিজস্ব একটি বুটিক আছে। তাই ব্যবসার কাজেও মাঝেমাঝে শহরে ফিরতে হচ্ছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement