কেন মন ভাল নেই দেবলীনা, গৌরবের? ছবি: সংগৃহীত।
৯ ডিসেম্বর, দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের পঞ্চম বিবাহবার্ষিকী। কিন্তু মনখারাপ অভিনেত্রীর। সে ভাবে কিছুই পরিকল্পনা করতে পারেননি। সদ্য কাকাকে হারিয়েছেন অভিনেত্রী। তার পর থেকে মন ভাল নেই। তাই সে ভাবে কোনও পরিকল্পনা করেননি।
দেবলীনা বললেন, “আমি নিরামিষ খাচ্ছি। তা ছাড়াও মনমেজাজ একেবারেই ভাল নেই। ভেবেছিলাম পঞ্চম বিবাহবার্ষিকী বড় করে উদ্যাপন করব। কিন্তু সেটা তো সম্ভব নয়। আগামিকাল কাকার শ্রাদ্ধানুষ্ঠান। কিছুই ভাল লাগছে না আমাদের। গৌরব ছুটি নিয়েছে। আমিও বাড়িতে। ভেবেছি সিনেমা দেখতে যাব। ব্যস এটুকু। খাওয়া-দাওয়া বিশেষ হবে না। পরস্পরের সঙ্গে সময় কাটাতে পারছি, এই যা।”
পাঁচ বছর আগে এই দিনে বাড়িতে ছিল আলোর রোশনাই। কিন্তু এই দিনটাতে এতটা মনখারাপ কোনও দিন হবে সেটাই ভাবতে পারছেন না দেবলীনা। কাকার সঙ্গে মনের টান ছিল তাঁর। তাই তাঁকে হারিয়ে কিছুই ভাল লাগছে না অভিনেত্রীর। একান্তে সময় কাটাতে চান। এই মুহূর্তে গৌরব খুবই ব্যস্ত। তাঁর নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’ শুরু হয়েছে কিছু দিন হল। অন্য দিকে, দেবলীনাও নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত। এক দিকে পড়ানো, সেই সঙ্গে রয়েছে অভিনয়, নাচের ক্লাস সব কিছু। ব্যস্ততার মাঝেই এই দিনটা রেখেছেন শুধুই নিজেদের জন্য।