Dhanashree Verma

‘ও মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল’, ফের চহলকে নিয়ে কোন অনুশোচনা ধনশ্রীর?

ধনশ্রীকেই বিয়ে করতে চান, এই নিয়ে নাকি নিশ্চিত ছিলেন যুজ়বেন্দ্র। কিন্তু ধনশ্রীর আরও কিছু দিন সময়ের দরকার ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ২০:৪৬
Share:

(বাঁ দিকে) ধনশ্রী বর্মা, যুজ়বেন্দ্র চহল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

যুজ়বেন্দ্র চহলকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ধনশ্রী বর্মা। প্রাক্তন স্বামী খারাপ কাজ করছেন দেখেও, তিনি পাশে ছিলেন বলে জানান অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত কথা শুনতে হয়েছে তাঁকেই। দাবি ধনশ্রীর।

Advertisement

বর্তমানে ‘রাইজ় অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে রয়েছেন ধনশ্রী। সেখানেই প্রাক্তন স্বামীকে নিয়ে ফের কথা বলেন তিনি। ধনশ্রী জানান, চহলের সঙ্গে তাঁর বিয়ে কিছুটা সম্বন্ধ করে, আবার কিছুটা প্রেম করে। অভিনেত্রী বলেছেন, “প্রেম ও সম্বন্ধ দুটোই বলা যায়। আসলে ও নিজেদের মধ্যে মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল। আমার পরিকল্পনা অবশ্য এমন ছিল না।”

ধনশ্রীকেই বিয়ে করতে চান, এ নিয়ে নাকি নিশ্চিত ছিলেন যুজ়বেন্দ্র। কিন্তু ধনশ্রীর আরও কিছু দিন সময়ের দরকার ছিল। নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ধনশ্রী বলেছেন, “আমাকে যে পরিমাণ ভালবাসা দেওয়া হয়েছিল, তার জন্যই আমি রাজি হয়েছিলাম। অগস্টে আমরা বাগ্‌দান সেরেছিলাম। ডিসেম্বরে আমরা বেড়াতে যাই। আমরা একসঙ্গেই ছিলাম। তখন থেকেই ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে থাকি। আসলে মানুষ যখন কিছু চায়, আর তার পরে যখন সেটা পেয়ে যায়— এই দুই অবস্থার মধ্যে কিছু পার্থক্য থাকে।”

Advertisement

যুজ়বেন্দ্রের মধ্যে পরিবর্তন দেখা সত্ত্বেও ধনশ্রী সরে আসেননি। অভিনেত্রীর কথায়, “ওর মধ্যে পরিবর্তন দেখেও আমি বিশ্বাস হারাইনি। আমার সমস্যাই হল, আমি ভালবাসায় অনেক বেশি সুযোগ দিয়ে ফেলি। কিন্তু অবশেষে আমাকে হাল ছেড়ে দিতে হয়। আমার দিক থেকে যা যা করার, আমি সব করেছি। নিজের একশো শতাংশ দিয়েছি।” এই অনুষ্ঠানেই ধনশ্রী জানিয়েছেন, যুজ়বেন্দ্র নাকি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement