ফের কি চহল প্রসঙ্গে ফুঁসে উঠলেন ধনশ্রী? ছবি: সংগৃহীত।
যুজবেন্দ্র চহলের সঙ্গে বিচ্ছেদের পর থেকে কটাক্ষের বাণ ধেয়ে এসেছে ধনশ্রী বর্মার দিকে। সম্প্রতি তাঁকে নিয়ে এক পডকাস্টে মশকরা করেছেন কৌতুকশিল্পী সময় রায়নাও। সময়ের সঙ্গে সেই পডকাস্টের বিষয় নিয়ে পরে হাসাহাসি করেছেন স্বয়ং যুজবেন্দ্রও। এ বার সমস্ত কটাক্ষ ও মশকরার জবাব দিলেন ধনশ্রী।
বর্তমানে অভিনেত্রী ‘রাইজ় অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানের অংশ। ‘বিগ বস্’-এর আদলে তৈরি এই অনুষ্ঠান। ‘রাইজ় অ্যান্ড ফল’-এ সম্প্রতি এসেছিলেন ধনশ্রীর মা। মাকে দেখেই জড়িয়ে ধরেন অভিনেত্রী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন ধনশ্রীর সহযোগী দল। অভিনেত্রী বলেন, তাঁর মা যত ক্ষণ তাঁর পাশে রয়েছেন, কেউ তাঁকে নীচে নামাতে পারবে না।
ভিডিয়োটির সঙ্গে ধনশ্রীর একটি বিবৃতি জুড়ে দেওয়া হয়। সেখানে লেখা, “নানা রকমের ঘৃণায় ভরা মন্তব্য, মশকরা করা হয়েছে। যারা চায়, আমি ভেঙে পড়ি, তাদের একটাই কথা বলব। তোমাদের ইচ্ছে কখনওই পূর্ণ হবে না। আমি বার বার উঠে দাঁড়াব। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও আমার কিছু যাবে আসবে না। কারণ আমার কাছের মানুষগুলো সব সময় আমার পাশে থাকবে।”
সম্প্রতি সময় রায়না তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন। ছবিটিতে দেখা যাচ্ছে, ভিডিয়ো কলে কথা বলছেন সময় ও যুজবেন্দ্র। সেখানে দু’জনেই খুব হাসছেন। এই ভিডিয়ো কলের একটি প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ভাগ করে নিয়ে সময় তাঁর স্টোরিতে লেখেন, “লভ ইউ মাই সুগার ড্যাডি”। এই প্রতিচ্ছবি আবার নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে ক্রিকেটতারকা লেখেন, “আবার একটি মামলার জন্য প্রস্তুত থাকো।” অর্থাৎ ক্রিকেটতারকার অনুমান, এ বার সময়ের বিরুদ্ধে মামলা করতে পারেন ধনশ্রী।
বিবাহবিচ্ছেদের পরে চার কোটি টাকা খোরপোশ নেন ধনশ্রী। তার পরে যুজবেন্দ্র একটি টিশার্ট পরে আদালতে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল— ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’। অর্থাৎ কটাক্ষের সুরে নিজের আর্থিক দায়িত্ব নিজেকেই নেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনেই ধনশ্রীকে খোঁচা দিয়েছেন সময় রায়না।