ধনশ্রী ও পবনের সঙ্গে বচসার পরে হুমকি পাচ্ছেন আহনা? ছবি: সংগৃহীত।
‘রাইজ় অ্যান্ড ফল’ অনুষ্ঠানে ভোজপুরি অভিনেতা পবন সিংহ ও ধনশ্রী বর্মার সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়েছিলেন। অনুষ্ঠান থেকে বাইরে আসার পরে একের পরে এক খুন ও ধর্ষণের হুমকি পাচ্ছেন আহনা কুমরা।
‘বিগ বস্’-এর আদলে তৈরি এই অনুষ্ঠানেও প্রতিযোগীদের মধ্যে ঝগড়া হয়। ধনশ্রী এখনও অনুষ্ঠানের অংশ। কিন্তু বেরিয়ে গিয়েছেন আহনা ও পবন। মঞ্চে দাঁড়িয়ে তাঁরা পরস্পরের কাছে ক্ষমা চেয়েছেন ঠিকই। কিন্তু পবনের অনুরাগীরা নাকি হুমকি দিচ্ছেন অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে আহনা বলেছেন, “আমি অনুষ্ঠান থেকে বাইরে বেরোনোর পরে খুন ও ধর্ষণের হুমকি পেয়েছি। আমি সেই হুমকির প্রতিচ্ছবি (স্ক্রিনশট) অনুষ্ঠানের নির্মাতাদের পাঠিয়েছি। কিন্তু কেন এমন হুমকি আসছে? আমি তো এমন কিছুই বলিনি। কাউকে গালাগালও করিনি।”
ধনশ্রীর সঙ্গে বাগ্যুদ্ধ হলেও, তার ইতি হয়েছে অনুষ্ঠানেই। কিন্তু পবনের অনুরাগীরা ছাড়ছেন না আহনাকে। অভিনেত্রী বলেছেন, “আমাকে তো কত কিছু শুনতে হয়েছে। আমরা কোন যুগে পড়ে আছি! আমার একটা কথার জন্য যদি আমাকে এত হুমকি পেতে হয়, তা হলে কিছু বলার নেই।”
পবন সিংহের প্রতি কোনও ক্ষোভ নেই বলে জানান আহনা। বরং তাঁকে শ্রদ্ধাই করেন। কিন্তু পবনের অনুরাগীরা ভুল বুঝছেন। অভিনেত্রী বলেন, “আমি পবনজিকে শ্রদ্ধা করি। ওই অনুষ্ঠানে অনেকে আমাকে অনেক খারাপ কথা বলেছেন। কিন্তু কেউ ক্ষমা চাননি। কিন্তু পবনজি ক্ষমা চেয়েছেন। আর আমরা দু’জনই লখনউয়ের বাসিন্দা।”
এই অনুষ্ঠানেই ধনশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন আহনা। তিনি দাবি করেছিলেন, বিবাহবিচ্ছেদের ঘটনা ব্যবহার করে প্রচারে থাকার চেষ্টা করছেন ধনশ্রী। এমনকি ধনশ্রীর চরিত্র নিয়েও মন্তব্য করেছিলেন তিনি।