Dia Mirza

Dia Mirza: জন্মদিনে অনুদান চল্লিশ লক্ষ

ফরেস্ট ওয়ারিয়র অর্থাৎ বনরক্ষকদের মধ্যে যাঁরা অতিমারিতে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সাহায্যার্থে ব্যয় করা হবে সেই টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৬:৫১
Share:

দিয়া

পরিবেশ নিয়ে তাঁর সচেতনতা সর্বজনবিদিত। দিয়া মির্জ়া আগামী ৯ ডিসেম্বর পা দিতে চলেছেন চল্লিশে। নিজের ৪০ বছরের জন্মদিনে তিনি চল্লিশ লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেছেন। ফরেস্ট ওয়ারিয়র অর্থাৎ বনরক্ষকদের মধ্যে যাঁরা অতিমারিতে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সাহায্যার্থে ব্যয় করা হবে সেই টাকা। একটি ফান্ডরেজ়িং প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে ভক্তদের কাছে দিয়ার আবেদন, ‘‘আমার জন্মদিনে অনেকেই ফুল, উপহার ইত্যাদি পাঠিয়ে থাকেন। আমার অনুরোধ, সেটার বদলে যদি কিছু অর্থ সাহায্য করে এই পরিবারগুলির পাশে দাঁড়াতে পারেন, তার চেয়ে ভাল আর কিছু হবে না।’’ আসন্ন জন্মদিনের পর থেকে আগামী চল্লিশ দিন ধরে প্রত্যেক দিন ১ লক্ষ টাকা করে দিয়া নিজে দেবেন বনকর্মীদের উদ্দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement