ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন অভিনেত্রী দীপিকা কক্কর, স্বামী শোয়েব ইব্রাহিমের পাশে বসে জানালেন নিজের কথা। ছবি: সংগৃহীত।
টানা ১৪ ঘণ্টা ধরে চলেছে অস্ত্রোপচার। যকৃতের ক্যানসার আক্রান্ত অংশের সঙ্গে বাদ গিয়েছে পিত্তথলির কিছু অংশও। আপাতত সুস্থতার পথে অভিনেত্রী দীপিকা কক্কর। তাঁর শারীরিক অবস্থার প্রতিটি মুহূর্তের খবর সমাজমাধ্যমে জানাচ্ছেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম৷
এর মধ্যে, সোমবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি৷ সেই ভিডিয়োয় প্রথম বার অস্ত্রোপচারের পর দেখা গিয়েছে অভিনেত্রীকে। চোখেমুখে ক্লান্তি ছাপ স্পষ্ট। তবু সব যন্ত্রণা ভুলে ক্যামেরার সামনে হাসিমুখে বসার চেষ্টা করেছেন অভিনেত্রী। এ দিন ভিডিয়োয় কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকা এবং শোয়েব।
অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই বার্তা পাঠিয়েছেন তাঁদের। দ্রুত আরোগ্যকামনায় ভরে গিয়েছে সমাজমাধ্যমের মন্তব্যবাক্স। হাসপাতালের বিছানায় শুয়েই সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী। তিনি বলেন, “প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করেছেন। আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছি। সবাই আমায় বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সবার এই ভালবাসাই তো আমায় মনের জোর দিচ্ছে। খুব ভাল লাগছে।” এ দিন মাকে হাসপাতালে দেখতে এসেছিল ছোট্ট রুহান। মা-ছেলের মিষ্টি মুহূর্তও ধরা পড়েছে ভিডিয়োয়৷
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চলে দীপিকার অস্ত্রোপচার। দীর্ঘ অস্ত্রোপচারেরর পর আইসিইউতে ছিলেন অভিনেত্রী। গত সপ্তাহেই অবশ্য দীপিকাকে নিজস্ব কেবিনে নিয়ে আসা হয়।