Amitabh Bachchan

‘বুড়ো হয়েছেন, ঘুমোতে যান’ বয়স নিয়ে কটাক্ষ অমিতাভকে, পাল্টা জবাব দিয়েও পোস্ট মুছলেন অভিনেতা!

৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন অমিতাভ বচ্চনের পোস্ট পড়েন। এ বার রাত জেগে পোস্ট লিখতে গিয়ে শুনতে হল বয়স নিয়ে খোঁচা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২২:৩৫
Share:

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

অমিতাভ সমাজমাধ্যমে প্রচণ্ড সক্রিয়। মধ্যরাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি সেখানে কিছু না কিছু লেখেন। পরের দিনের বাকি সময় তো আছেই। তাঁর পোস্ট পড়ার জন্য মুখিয়ে থাকেন নানা বয়সের অনুরাগী। কখনও ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন। কখনও বা ব্যক্তি জীবনের কথা। এ ছাড়া, বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের পছন্দের কবিতার পংক্তিও জায়গা করে নেয় ছেলে অমিতাভের সমাজমাধ্যমে। এ ভাবে, এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ ৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন তাঁর পোস্ট পড়েন। এ বার রাত জেগে পোস্ট লিখতে গিয়ে শুনতে হল বয়স নিয়ে খোঁচা।

Advertisement

৮২ বছর বয়স হয়েছে। এই বয়সেও ক্লান্তি নেই। সিনেমার শুটিং করছেন। পরিচালকেরাই জানিয়েছেন, একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। প্রতি রবিবার নিয়ম করে অনুরাগীদের দর্শন দেন। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। বয়সকে তিনি একেবারে বুড়ো আঙুল দেখিয়েছেন। এ বার তাঁকেই রাত জাগতে দেখে এক অনুরাগী লেখেন, ‘‘শাহেনশাহ রাত জেগে কী করছেন? ঘুমোতে যান, বুড়ো হয়েছেন আপনি।’’ তাতেই আর চুপ করে থাকতে পারেননি অভিনেতা। পাল্টা জবাবে লেখেন, ‘‘চিন্তা করো না, ঈশ্বর চাইলে একদিন তোমারও বয়স হবে বাছা।’’ যদিও পোস্টটি করে সঙ্গে সঙ্গে মুছে দেন। তবে ততক্ষণে তাঁর উত্তর স্ক্রিন শট হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement