দীপিকা কক্কড় কোন যন্ত্রণার কথা বললেন! ছবি: সংগৃহীত।
প্রতি দিন স্নানের পরে ভেঙে পড়েন। টানা ১০-১৫ মিনিট কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় থাকেন না দীপিকা কক্কড়। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। তার মধ্যেই নতুন এক যন্ত্রণার কথা জানালেন দীপিকা।
ক্যানসারের চিকিৎসার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে শরীরে। সেগুলির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন দীপিকা। কিন্তু একটি বিষয় তিনি এখনও মেনে নিতে পারছেন না। আতঙ্কে ভুগছেন রোজ। প্রতিদিন গোছা গোছা চুল পড়ছে। দীপিকা তাঁর ভ্লগে বলেছেন, “সারা দিন আজ বিশ্রাম করলাম। মন ভাল ছিল না। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তো রয়েছে। সেগুলো অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু চুল পড়ছে প্রবল ভাবে, ভয় হচ্ছে। আমি স্নান করে বেরোনোর পরে ১০-১৫ মিনিট চুপ করে বসে থাকি। কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে পারি না। কারণ চুল পড়ে যাওয়ার বিষয়টা সাংঘাতিক।”
ক্যানসারের অস্ত্রোপচার ও চিকিৎসার পরে দীর্ঘ দিন সন্তানকে কোলে নিতে পারেননি দীপিকা। তবে ধীরে ধীরে ফের রুহানকে নিয়ে সময় কাটাতে শুরু করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, “রুহান আবার আমার কোলে এসে ঘুমোচ্ছে। অস্ত্রোপচারের পরে সেলাই পড়েছিল। সেগুলো ক্রমশ সেরে উঠছে। হয়তো ওকে কোলে তুলতে পারছি না। কিন্তু এখন ও আমার কোলে মাথা রেখে অন্তত ঘুমোতে পারছে।”
যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন দীপিকা। তার পরে টানা ১৪ ঘণ্টার একটি অস্ত্রোপচার হয় তাঁর। অভিনেত্রী এক সাক্ষাৎকারে কিছু দিন আগেই জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পরে সব বদলে গিয়েছে তাঁর। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই মগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না। তাঁর কাছে করার মতো কিছুই নেই। তবে মনের জোর রাখছেন দীপিকা। তাঁর আশা, সুস্থ হয়ে ফের কাজে ফিরবেন।