(বাঁ দিকে) জীতু কমল, (ডান দিকে) দিতিপ্রিয়া রায়। ছবি: সংগৃহীত।
বুধবার রাতে আচমকাই আসে খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জীতু কমল। উদ্বিগ্ন অভিনেতার অনুরাগীরা। নিজের চিন্তার কথা প্রকাশ করলেন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। সমাজমাধ্যমে সেই চিন্তার কথাই জানালেন অভিনেত্রী।
ফেসবুকে দিতিপ্রিয়া লেখেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” কয়েক মাস আগে প্রকাশ্যে নায়ক ও নায়িকার কিছু কথোপকথন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। শোনা গিয়েছিল, ধারাবাহিকের সেটে তাঁদের খুব বেশি কথাও হয় না। কিন্তু সে সব অতীত। এখন পর্দায় তাঁদের সমীকরণ দর্শকের অন্যতম প্রিয়।
এখন দর্শকের প্রশ্ন, কী হয়েছে জীতুর? ঘনিষ্ঠ সূত্রে খবর, আউটডোর শুটিং করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান জীতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। জ্বর ছিল প্রচণ্ড। তবে ঠিক কী হয়েছে, এখনও তা জানা যায়নি।
বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। সকাল থেকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। শুটিং সেটে ছিলেন সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।