Ena Saha

সবার প্রিয় হওয়া তো সম্ভব নয়, যদি কেউ আমায় পছন্দ না করেন তা হলে আমায় নেবেন না: এনা

অভিনেত্রী থেকে প্রযোজক এনা সাহার রাস্তা যে খুব মসৃণ ছিল তেমন নয়। গত তিন বছরে তাঁকে সে ভাবে দেখেননি দর্শক। কেন পর্দা থেকে দূরে অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৭:৩৯
Share:

এখন কী করছেন এনা? ছবি: সংগৃহীত।

তিন বছর আগে মুক্তি পেয়েছিল এনা সাহা প্রযোজিত ছবি ‘চিনে বাদাম’। সেই ছবিকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছিল। তার পর সব চুপচাপ। অভিনেত্রী এনাকেও অনেক দিন পর্দায় দেখেননি দর্শক। কোথায় গেলেন অভিনেত্রী? ছোট পর্দার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে তাঁর হাতেখড়ি। টুকটুকে গায়ের রং, গজ দাঁতের ফাঁকে মিষ্টি হাসি—প্রথম ঝলকেই সকলের নজর কাড়েন অভিনেত্রী। বেশ কিছু হিট ধারাবাহিক এবং সিনেমাও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু তার পরেও কেন অভিনয় থেকে দূরে এনা? তাঁর প্রযোজনা সংস্থার কাজই বা এগোল কত দূর? বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কমের তরফে যোগোযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। নিজের প্রোডাকশনের কাজ নিয়ে বেশি ব্যস্ত তিনি। তাঁর প্রযোজিত আগের ছবি বক্স অফিসে সে ভাবে সাফল্য না পেলেও হাল ছাড়তে নারাজ এনা। ধৈর্যই অভিনেত্রীর জীবনে বড় অস্ত্র। এনার বিশ্বাস, আগামী দিনে তাঁর কাজ দর্শকের ভাল লাগবে।

Advertisement

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “নিজের প্রোডাকশনে একটু মন দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম। এখন দায়িত্ব আরও বেড়েছে। তাই নিজেকে আরও ঘষেমেজে নিতে চাই।” নিজের অভিনেত্রী সত্তাকেও পরখ করে নিতে চান এনা। অভিনেত্রী যোগ করলেন, “আগের ছবিতে অভিনেত্রী হিসাবে খুব একটা প্রশংসিত হইনি। বরং প্রযোজক হিসাবে সবাই আমার বেশি সুখ্যাতি করেছিলেন।” টলিপাড়ার অনেকেই ব্যবসা সামলে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। কিন্তু এনার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না। এখন ওয়েব সিরিজ়ের বাড়বাড়ন্ত চারিদিকে। তার পরেও তাঁর ঝুলিতে কাজের সংখ্যা এত কম কেন?

এ প্রসঙ্গে এনা বললেন, “কম সুযোগ আসছে তাই কম কাজ করছি। এ বার কেন কম কাজের অফার আসছে আমার কাছে, তা অন্যেরা বলতে পারবে।” যদিও তা নিয়ে অভিনেত্রীর কোনও আক্ষেপ নেই। যদি কেউ অপছন্দ করেন তাঁকে, তা হলে কেন নেবে কাজে! সকলেই একজন মানুষকে পছন্দ করবেন, তা তো হয় না। এটাতে খুব বিশ্বাস করেন এনা। অভিনেত্রী বললেন, “আমি মেনে নিয়েছি এটা, সবার পছন্দের মানুষ আমি হয়ে উঠতে পারব না।” আপতত তাঁর প্রযোজিত নতুন ছবি নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। আগামী দিনে ছোট পর্দায় ভাল চরিত্রে সুযোগ এলেও তিনি অভিনয় করতে রাজি। আপাতত এনা ব্যস্ত ‘ডাক্তার কাকু’ ছবিটির মুক্তি নিয়ে। চলতি বছরেই বড় পর্দায় মুক্তির পরিকল্পনা করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement