Ena saha

বহুদিন হল বড়পর্দা থেকে উধাও এনা, দুর্গাপুজোয় কোন পুরুষের সঙ্গে ধরা দিলেন অভিনেত্রী?

অভিনেত্রী এনা সাহাকে অনেক দিন দেখা যায়নি বড়পর্দায়। নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়ে তিনি নাকি ব্যস্ত। এরই মাঝে টলিপাড়ার কোন অভিনেতার সঙ্গে দেখা গেল এনাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬
Share:

কার সঙ্গে জুটি বাঁধলেন এনা? ছবি: সংগৃহীত।

অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা সাহা। তাঁর নাগাল পাওয়া মুশকিল। ওয়েব সিরিজ়েও যে খুব বেশি দেখা যাচ্ছে তা নয়। প্রায় উধাও বললেই চলে। যদিও অভিনেত্রী নিজের প্রযোজনার কাজ নিয়ে নিজের ব্যস্ততার কথা জানিয়েছেন। এরই মধ্যে দুর্গাপুজোয় কোন পুরুষের সঙ্গে দেখা মিলল অভিনেত্রীর?

Advertisement

টলিপাড়ার আরও এক চেনা অভিনেতার সঙ্গেই পোজ় দিতে দেখা গেল তাঁকে। ঈশান মজুমদার স্টুডিয়োপাড়ার পরিচিত মুখ। প্রথম বার এনার সঙ্গে জুটিতে দেখা গেল তাঁকে। কখনও পাঞ্জাবী, ধুতিতে ঈশান। তার সঙ্গে মিলিয়ে তেমনই সাবেকি সাজে অভিনতেত্রী। দুর্গাপুজোর বিশেষ ফটোশুট। সেখানে সাবেরিয়ানার ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক। পুজোর বিভিন্ন সাজে ধরা দিলেন এনা এবং ঈশান।

এনার সঙ্গে এটাই ঈশানের প্রথম কাজ। এর আগে তাঁরা কোনও কাজ করেননি একসঙ্গে। ঈশানের কথায়, “এই ধরনের ফোটোশুট করতে ভাল তো লাগবেই। দুর্গাপুজো বলে কথা। আর এনার সঙ্গেও প্রথম কাজ। ওর মতো মানুষ খুব কম দেখেছি। নায়িকাসুলভ আচরণ বিন্দুমাত্র নেই। তাই কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।”

Advertisement

ইন্ডাস্ট্রিতে নয় নয় করে অনেকবছর কাটিয়ে ফেলেছেন ঈশান। ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করেছেন তিনি। ঈশান বললেন, “আসলে আমি কাজ করি। কিন্তু প্রচার কীভাবে করতে হয়, জানি না। এটাই সমস্যা।” অভিনয়ের পাশাপাশি নিজের একটি গানের ব্যান্ডও আছে তাঁর। দক্ষিণী ভাষাতেও গান করেন ঈশান। পুজোর সময় বেঙ্গালুরু-সহ দক্ষিণের অনেক শহরে অনুষ্ঠান করেন অভিনেতা।

রূপটানশিল্পী: স্বস্তিকাজ় মেকওভার, সাজোগোজ পরিকল্পনা: সুরজিৎ বিশ্বাস, চিত্রগ্রাহক: স্যাভি, স্থান: বৈদিক ভিলেজ স্পা রিসর্ট, প্রয়োগ: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement