Fatima Sana Shaikh

যৌন হেনস্থার পরে মারধর! প্রকাশ্যে ভয়ানক অভিজ্ঞতা ফাতিমার, তার পরে কী করেছিলেন অভিনেত্রী?

রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। অনেক মহিলার জীবনেই হেনস্থার অভিজ্ঞতা রয়েছে। সেই তালিকা থেকে বাদ নন বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৬:১১
Share:

ভয়ানক অভিজ্ঞতা জানালেন ফাতিমা। ছবি: সংগৃহীত।

রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। অনেক মহিলার জীবনেই হেনস্থার অভিজ্ঞতা রয়েছে কমবেশি। বাদ নন বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখও। জনসমক্ষে এক বার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তার পরে সেই হেনস্থাকারীর সঙ্গে কী করেছিলেন, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।

Advertisement

ফাতিমা জানান, এই হেনস্থার ঘটনার পর থেকে তিনি অতিরিক্ত সতর্ক থাকতেন সব সময়। ফাতিমা বলেছেন, “এক বার এক ব্যক্তি আমাকে খুব খারাপ ভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারে এবং আমি প়ড়ে যাই।”

এই ঘটনা কতটা বদলে দিয়েছিল ফাতিমাকে? অভিনেত্রী বলেছেন, “এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কী ভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কী ভাবে প্রতিক্রিয়া জানাব।”

Advertisement

আরও একটি অভিজ্ঞতার কথা জানান ফাতিমা। করোনা অতিমারির সময়ে মাস্ক পরে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন তাঁর পিছু নিয়েছিলেন এক টেম্পোচালক। ফাতিমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলেন তিনি। বাড়ির গলিতে প্রবেশ করা পর্যন্ত ফাতিমার পিছু নিয়েছিলেন তিনি। তারকা হলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। ফাতিমার কথায়, “এই সব ঘটনার সম্মুখীন হওয়ার জন্য শুধু একজন মহিলা হয়ে জন্মাতে হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement