Hina Khan Marriage

বিয়ের উদ্‌যাপনে সাময়িক বিরতি, আমন্ত্রিতদের থেকে ক্ষমা চাইলেন ‘অন্তঃসত্ত্বা’ হিনা খান!

সেটে উপস্থিত ছবিশিকারিদের কাছে ক্ষমা চেয়ে নেন হিনা। জানান, তাঁদের জন্য ছোট্ট পার্টির আয়োজন করেছিলেন। বর্তমান পরিস্থিতি উদ্‌যাপনের মতো নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৩:২১
Share:

কেন বিয়ের উদ্‌যাপন পিছোলেন হিনা খান? ছবি: ফেসবুক।

সেটে তিনিই আমন্ত্রণ জানিয়েছিলেন ছবিশিকারিদের। তাঁদের সঙ্গে বিয়ের উদ্‌যাপনে মাতবেন, জানিয়েছিলেন তিনি। শুক্রবার আমন্ত্রিতরা উপস্থিত হন সেই মতো। কিন্তু হিনা খান তাঁর দেওয়া কথা রাখতে পারলেন না। উপস্থিত প্রত্যেকের কাছে তাই তাঁকে জোড়হাতে ক্ষমা চাইতে দেখা গেল। হিনা জানিয়েছেন, বৃহস্পতিবার ঘটে যাওয়া অহমদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষত টাটকা। এই পরিস্থিতিতে তিনি বিয়ের উদ্‌যাপন অনুচিত বলেই মনে করছেন।

Advertisement

এ দিকে, নতুন গুঞ্জন, হিনা নাকি অন্তঃসত্ত্বা। সেই কারণেই নাকি তড়িঘড়ি বিয়ে করেছেন তিনি!

চিত্রগ্রাহকেরা হিনা-রকির কথোপকথনের মুহূর্ত ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। দেখা গিয়েছে, শটের আগে মেকআপ ভ্যানের সামনে অভিনেত্রী। গোলাপি রঙের ঢিলেঢালা সিক্যুইনের পোশাকে ঝলমল করছেন। ওই ভিডিয়ো দেখেই গুঞ্জন শুরু, ঢিলেঢালা পোশাক ছাপিয়ে হিনার গর্ভ নাকি স্পষ্ট। এই রটনা ছড়িয়ে পড়তেই বলিউডের অন্দরে প্রশ্ন, তা হলে কি অন্তঃসত্ত্বা হওয়া কারণেই তড়িঘড়ি বিয়ে সারলেন হিনা-রকি?

Advertisement

হিনা যখন পাপারাজিৎদের থেকে জোড়হাতে ক্ষমা চেয়েছেন তখনও পাশে তাঁর স্বামী রকি জয়সওয়াল। পেশায় ছোট পর্দার প্রযোজক এবং ব্যবসায়ী রকি পূর্ণ সমর্থন জানান স্ত্রীকে। ক্ষমা চেয়ে নেন প্রত্যেকের থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement