Hina Khan Marriage

ক্যানসারের সঙ্গে লড়াই চলছে, এর মাঝেই সুখবর, বিয়ে করলেন হিনা খান

একেবারে সাদামাঠা ভাবেই বিয়ে সারলেন হিনা খান। দু’জনে রংমিলান্তি করে পোশাক পরেছিলেন, হাতে ছিল বড় হিরের আংটি। স্বামীর কী নিয়ে আবেগতাড়িত অভিনেত্রী?

Advertisement
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:০৩
Share:

বিয়ে করলেন অভিনেত্রী হিনা খান। ছবি: সংগৃহীত।

ক্যানসার কোনও ভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনা খানকে। মারণরোগকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কেমোথেরাপি চলাকালীন যন্ত্রণার কথা একাধিক বার সমাজমাধ্যমে তুলে ধরেছেন। তবে সব যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন তিনি। এর মাঝেই নতুন খবর, বিয়ে করলেন হিনা ও তাঁর দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়াল। একেবারে সাদামাঠা ভাবেই বিয়ে সারলেন। দু’জনে রংমিলান্তি করে পোশাক পরেছিলেন। হাতে ছিল বড় হিরের আংটি। স্বামীর কী নিয়ে আবেগতাড়িত অভিনেত্রী?

Advertisement

প্রায় ১৩ বছরের সম্পর্ক তাঁদের। কবে বিয়ে করবেন রকিকে, এই প্রশ্নের সম্মুখীন একাধিক বার হতে হয়েছে হিনাকে। যদিও জল্পনা চলছিল যে চলতি বছর বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। এ বার সেই জল্পনা সত্যি করলেন। শ্বেতশুভ্র বিয়ের ছবি দিয়ে রকিকে স্বামীর পরিচয় দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে হিনা লেখেন, ‘‘দুটি ভিন্ন জগৎ থেকে এসে, আমরা ভালবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলি ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় এক হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করেছি। আমরা একে অপরের ঘর, আলো ও আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করে আজ চিরকালের জন্য ভালবাসা এবং আইনের বন্ধনে আবদ্ধ। স্ত্রী এবং স্বামী হিসাবে আমরা সকলের কাছে আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।’’

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। ২০১১ সালে ‘বিগ বস্‌’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তার পর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তাঁর কাছে বিয়েটা কেবলই আচার। তাই কোনও ধর্মীয় আচার নয়, আইনি মতে বিয়ে সারলেন হিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement