কন্যার নাম কী রাখতে চেয়েছিলেন কিয়ারা? ছবি: সংগৃহীত।
গত ১৫ জুলাই মা হয়েছেন কিয়ারা আডবাণী। কোলে এসেছে কন্যাসন্তান। সন্তানের নামকরণ নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এর মধ্যেই প্রকাশ্যে এল, কন্যার নাম কী রাখতে চান কিয়ারা। তবে চাইলেও সেই নাম নাকি রাখতে পারবেন না অভিনেত্রী। কিন্তু কেন?
প্রিয়ঙ্কা চোপড়ার একটি ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন কিয়ারা। পছন্দ হয়েছিল প্রিয়ঙ্কার চরিত্রের নাম। ভেবেছিলেন, একদিন কন্যাসন্তান হলে তাঁর নামকরণ করবেন সেই নামে। কিন্তু তা আর হল না। ছবির নাম ছিল ‘অনজানা অনজানি’। ছবিতে প্রিয়ঙ্কার চরিত্রের নাম ছিল ‘কিয়ারা কপূর’। এই নাম শুনেই ভাল লেগে গিয়েছিল অভিনেত্রীর। এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, “কী সুন্দর নাম ‘কিয়ারা’। আমার কখনও কন্যা হলে এই নামই রাখতাম।” কিন্তু বলিউডে পা রাখার আগেই সেই ইচ্ছে বিসর্জন দিতে হয় কিয়ারাকে।
কিয়ারা আডবাণীর আসল নাম আলিয়া আডবাণী। কিন্তু বলিউডে আসার আগে তাঁকে সকলে নাম বদলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ, বলিউডে তত দিনে যথেষ্ট পরিচিত নাম হয়ে উঠেছেন আলিয়া ভট্ট। তাই নিজের নাম বদলে বেছে নেন সেই পছন্দের নাম— ‘কিয়ারা’। ২০১৪ সালে কিয়ারা নাম নিয়ে বলিউডে কাজ শুরু করেন অভিনেত্রী। ছবির নাম ছিল ‘ফগলি’। এর পরেই ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করেন তিনি। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন।
২০২৩ সালে সিদ্ধার্থ মলহোত্রকে বিয়ে করেছিলেন কিয়ারা। ‘শেরশাহ’ ছবি থেকে দুই তারকার প্রেম শুরু হয়েছিল। সম্প্রতি তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান।