Koel Mullick

মা হলেন কোয়েল

কোয়েলের বাবা রঞ্জিত মল্লিককে ফোনে জিজ্ঞেস করা হয়েছিল, নাতিকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতি কেমন?

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০২:২৩
Share:

কোয়েল

মাসকয়েক আগে এক রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। মল্লিক ও সিংহ পরিবারের পরবর্তী প্রজন্ম আসতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের কোলে। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিলেন অভিনেত্রী। মা ও নবজাতক দু’জনেই ভাল আছে জানিয়েছেন কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিংহ। নিঃসন্দেহে কোয়েলের অনুরাগী ও কাছের মানুষদের জন্য এটি একটি আনন্দ সংবাদ। তবে গত কয়েক মাসে করোনাভাইরাসের দাপটে কোয়েলের মতো অন্য সন্তানসম্ভবা মহিলারাও একটু চিন্তায় ছিলেন। যদিও অভিনেত্রী বারবার বলেন, ‘‘যে কোনও পরিস্থিতিতে ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করি।’’ হাসপাতালের বেডে সদ্যোজাতের সঙ্গে কোয়েল ও নিসপালের ছবি শেয়ার করা হয়েছে কোয়েলের সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

কোয়েলের বাবা রঞ্জিত মল্লিককে ফোনে জিজ্ঞেস করা হয়েছিল, নাতিকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতি কেমন? প্রবীণ অভিনেতা বললেন, ‘‘সেটা আর হল কই? করোনার জন্য খুব কড়াকড়ি। কোয়েলের স্বামী ছাড়া কাউকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি। চার-পাঁচ দিনের মধ্যেই ওরা চলে আসবে। তখন দেখা হবে।’’ আলাদা করে নাতি বা নাতনির শখ ছিল না রঞ্জিতের, ‘‘আজকের দিনে ছেলেমেয়ে সমান। কিছু আগে থেকে ভাবিনি। যে এসেছে, সে-ই আদরের।’’ একই কথা বললেন নিসপালও, ‘‘ছেলে বা মেয়ে এ ভাবে কিছু ভাবিনি।’’ ছেলেকে প্রথম দেখে কী মনে হল? ‘‘খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। একটা থ্রিলও ছিল,’’ জবাব তাঁর। সদ্যোজাতের নাম বাবা-দাদু কেউই এখনও ভেবে উঠতে পারেননি। রঞ্জিতের কথায়, ‘‘ওরা আসুক বাড়িতে। সকলে মিলে বসি একসঙ্গে। তখন কিছু ভাবা যাবে।’’

সেই পোস্ট

Advertisement

মল্লিক বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যকে কাছ থেকে দেখার জন্য এখন অধীর অপেক্ষা পরিবারের বাকিদের।

শোনা যাচ্ছে, টলিউডের আর এক অভিনেত্রীও খুব শিগগির সুখবর শোনাতে চলেছেন। যদিও রাজ-শুভশ্রী পুরোটাই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে টলিপাড়ার গুঞ্জন, রাজ-শুভশ্রীর পরিবারেও আসতে চলেছে নতুন অতিথি।

ছবি: সোমনাথ রায়; মেকআপ: নবীন দাস; শাড়ি: আনন্দ, লিটল রাসেল স্ট্রিট; লোকেশন সৌজন্য: দি ওবেরয় গ্র্যান্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement