Koushani Mukherjee

‘আপনার কি গাড়ি নেই?’, ২০ বছর পরে ট্রেনে চড়লেন কৌশানী! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচিত নায়িকা

অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে স্পষ্টবক্তা হিসাবেই চেনেন দর্শক। যে কোনও সমালোচনার জবাব দিতে পিছপা হন না তিনি। অভিনেত্রীর মালদহ যাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার বান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৩:০৫
Share:

কৌশানীকে সমালোচনায় বিঁধলেন দর্শক। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় নতুন ধারা। দেব, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরার পর এ বার কৌশানী মুখোপাধ্যায়। ইদানীং হাওড়া স্টেশনে নায়ক-নায়িকাদের আনাগোনা বেড়েছে। মাঝেমাঝেই ট্রেনে চড়ে অন্য জেলায় অনুষ্ঠানের জন্য যেতে দেখা যাচ্ছে তারকাদের। কৌশানীও ট্রেনে চড়ে গেলেন মালদহে। প্রায় ২০ বছর পরে ট্রেনে উঠলেন নায়িকা। সে কথা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নায়িকাকে তুলোধনা!

Advertisement

কী ঘটেছে? নায়ক-নায়িকারা ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন—এই দৃশ্য সচরাচর দেখা যায় না। অনেকটা দূরে কোথাও গেলে বিমানই ভরসা। আর না হলে নিজের গাড়ি করেই যাতায়াত করেন তাঁরা। সমাজমাধ্যমের বাড়বাড়ন্তে বিনোদনজগতের তারকারা এখন আমজনতার হাতের মুঠোয়। তাই স্টেশনচত্বরে প্রিয় অভিনেতাদের দেখা পেলে তাঁরা অবাক হন না। উল্টে ২০ বছর পরে কেন ট্রেনে উঠলেন, তা নিয়ে কৌশানীকে নানা ভাবে সমালোচিত হতে হচ্ছে।

এক জন লিখেছেন, “ওঁর বয়স কত ছিল যখন শেষ বার ট্রেনে উঠেছিলেন?” আবার আর এক জন মন্তব্য করেন, “সবাই নতুন নাটক শুরু করেছেন, ট্রেনে চেপে মালদহ যাচ্ছেন!” দর্শকের একাংশের বক্তব্য, “কেন ওঁর গাড়ি নেই?” যদিও অভিনেত্রী কৌশানী অনেক বারই সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনও নেতিবাচক মন্তব্যই তাঁকে প্রভাবিত করে না। সুতরাং এই সমালোচনার পরেও নায়িকার তরফে কোনও উত্তর আসেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement