Dance Bangla Damce

বড় পর্দার পর ছোট পর্দাতেও কৌশানী-ম্যাজিক! মিঠুনের সঙ্গে এ বার দেখা যাবে তাঁকে?

‘বহুরূপী’ যেন নতুন করে আবিষ্কার করেছে কৌশানী মুখোপাধ্যায়কে। বড় পর্দার পাশাপাশি তাই ছোট পর্দাও এ বার তাঁকেই চাইছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৭
Share:

‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক কৌশানী মুখোপাধ্যায়? ছবি: ফেসবুক।

অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নাকি ‘টক অফ দ্য টাউন’? নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গত পুজোর ছবি ‘বহুরূপী’তে তাঁর অভিনয় নতুন করে ভাবতে বাধ্য করেছে টলিউডকে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’তে তিনি অন্যতম মুখ্য অভিনেত্রী। একই ভাবে ছোট পর্দাও তাঁকে নিয়ে সমান আগ্রহী। জি বাংলার গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২ মার্চ। তার পর ‘সারেগামাপা’র জায়গায় আসবে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’। খবর, সেখানে বিচারকের আসনে নতুন সংযোজন নাকি কৌশানী! আজ, মঙ্গলবার থেকেই এই অনুষ্ঠানের শুটিং শুরু হচ্ছে। মার্চ থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’টায় জি বাংলায় সম্প্রচার।

Advertisement

‘ডান্স বাংলা ডান্স’-এ থাকবেন মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত।

খবরের সত্যাসত্য যাচাইয়ের জন্য অভিনেত্রীকে ফোনে ধরার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। কিন্তু নায়িকার ফোন বন্ধ। ফোন বন্ধ তাঁর আপ্তসহায়ক দেবাশিস মুখোপাধ্যায়েরও। রিয়্যালিটি শো-এর পরিচালক অভিজিৎ সেন। তিনিও ফোন ধরেননি। যদিও টলিপাড়ার দাবি, অভিনেত্রীর বর্তমান জনপ্রিয়তাই তাঁকে বিচারকের আসনে বসাতে চলেছে। প্রসঙ্গত, ‘ডান্স বাংলা ডান্স’-এ এ বারেও দেখা যাবে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে। এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।

আরও খবর, এই রিয়্যালিটি শো দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত। কৌশানীর মতোই তিনিও বিচারকের আসনে। একই ভাবে বিচারকের আসনে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। গত কয়েক বছর ধরে তিনি এই বিশেষ অনুষ্ঠানের বিচারকের আসনে বসছেন। এর আগে তাঁর সঙ্গে বিচারকের আসনে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, মৌনী রায়কেও। খবর, এখনও পর্যন্ত তাঁদের নাম তালিকায় নেই। তবে এ বারেও সঞ্চালনায় অঙ্কুশ হাজরা। এর আগে শোনা গিয়েছিল, দেব রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে থাকতে পারেন। অনেক বছর আগে যেমন ভাবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁকে এই মঞ্চে দেখা যেত। দেবের হাতে এই মুহূর্তে রয়েছে অনেকগুলি ছবির কাজ। সম্ভবত সেই কারণেই তিনিও যোগ দিতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement