Kubbra Sait

‘গর্ভপাত করানোর পরে নানা দ্বন্দ্বে ভুগতাম’, এক রাতের পরিচিতি থেকে কী হয়েছিল কুবরার?

একরাতের পরিচয় থেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। ঘটনার কথা নিজের আত্মজীবনীতে জানিয়েছিলেন কুবরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:৪৭
Share:

গর্ভপাত নিয়ে মুখ খুললেন কুবরা সৈত। ছবি: সংগৃহীত।

পর্দায় তিনি সাহসী চরিত্রে অভিনয় করেছেন। বাস্তবেও নিয়েছিলেন সাহসী সিদ্ধান্ত। ৩০ বছর বয়সে গর্ভপাত করিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে খোলাখুলি কথাও বলেছেন কুবরা সৈত।

Advertisement

একসময় গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক ভাবনা তাড়া করে বে়ড়াত তাঁকে। কিন্তু বর্তমানে কুবরা মনে করেন, তিনি ঠিক পথই বেছে নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “বেশ কয়েক বছর হয়ে গিয়েছে এই ঘটনার। এই নিয়ে ভাবার এবং এই ভাবনা থেকে বেরিয়ে আসার বহু সময় পেয়েছি। কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি হলে, নানা রকমের দ্বন্দ্ব ঘিরে ধরে। চারপাশ নিয়ে নানা রকমের ভাবনা আসতে থাকে। নিজের কী কী দায়িত্ব, সমাজ কী ভাবে দেখছে— এই সব নিয়ে ঠিক ও ভুলের মধ্যে নানা দ্বন্দ্ব লেগে থাকে।”

একরাতের পরিচয় থেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। ঘটনার কথা নিজের আত্মজীবনীতে জানিয়েছিলেন কুবরা। গর্ভপাত করানোর সময়ে কুবরা জানতেন না তিনি ঠিক করছেন না কি ভুল। কিন্তু আজ তিনি আত্মবিশ্বাসী। গর্ভপাতের সিদ্ধান্ত সঠিক ছিল, এই উপলব্ধি পর্যন্ত পৌঁছোনোর আগে নানা পথ পার করতে হয়েছিল কুবরাকে। অভিনেত্রী জানান, নিজের মনের মধ্যে থাকা দ্বন্দ্ব, নিজের অভিজ্ঞতা, এগুলি লিখলে মানসিক স্বাস্থ্য ভাল থাকে। তাঁর কথায়, “লেখার পরে বুঝলাম, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা নিয়ে নিজের প্রতি একটু বিনয়ী হওয়া দরকার আমার।”

Advertisement

২০১৮ সালে ‘সেক্রেড গেমস’-এ রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন কুবরা। প্রশংসা পেয়েছিলেন অভিনয়ের জন্য। তার পর থেকে ‘ফর্জ়ি’, ‘দ্য ট্রায়াল’, ‘দেবা’র মতো সিরিজ় ও ছবিতে কাজ করেছেন কুবরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement