ভয়ে পেয়ে কী সিদ্ধান্ত নিলেন মধুবনী? ছবি: সংগৃহীত।
ত্বক টানটান রাখতে, যৌবন ধরে রাখতে নায়ক, নায়িকারা নানা ধরনের চিকিৎসা করিয়ে থাকেন। এমন অনেক ওষুধ খান, যার পার্শ্বপ্রতিক্রিয়ার খেসারতও দিতে হয় অভিনেত্রীদের। সম্প্রতি শেফালী জরীওয়ালার মৃত্যুর নেপথ্যেও এই কারণই উঠে এসেছে। প্রাথমিক ভাবে হৃদ্রোগে আক্রান্তের কথা বলা হলেও বলিপাড়ার একাংশের দাবি, বয়স ধরে রাখার জন্য বেশ কিছু ওষুধ এবং ইনজেকশন নিয়েছিলেন তিনি। যে কারণে, এই ঘটনা ঘটেছে। বেশ কিছু প্রতিবেদনে এই খবর পড়ার পরে ভয়ে পেয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী।
চেহারা ছিপছিপে রাখা বা ওজন ধরে রাখার চাপ সব সময়ই থাকে। যে কারণে কড়া ডায়েট মেনে চলতে হয় তাঁদের। আর নিয়ম মেনে খাওয়াদাওয়া করার প্রথম নিয়ম হিসাবে ভাত, রুটি খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন অনেকেই। তাতেই নাকি বিপদ ঘটতে পারে। ভিডিয়ো করে সেই বার্তা দিলেন মধুবনী।
তাঁর রোজনামচার বেশির ভাগ মুহূর্তই ধরা থাকে ক্যামেরায়। কখনও তিনি ছেলে কেশবকে নিয়ে স্কুলে যাচ্ছেন। কখনও শাড়ি কিনতে যাচ্ছেন। কখনও আবার দুপুরের খাওয়াদাওয়া সারছেন। তিনিও রোগা হওয়ার জন্য মাঝে অনেক দিন সব খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ভাত, রুটি সব বাতিল করেছিলেন। কিন্তু শেফালীর মৃত্যু তাঁকে ভয় পাইয়ে দিয়েছে।
অভিনেত্রী বললেন, “সব খাওয়াদাওয়া বন্ধ করে দেব ভেবেছিলাম। কিন্তু শেফালীর মৃত্যুর খবর শোনার পর ঠিক করেছি, সব খাব। শরীর সতেজ রাখতে যোগাভ্যাস করব। কিন্তু খাওয়াদাওয়া বন্ধ করব না।” সেই সঙ্গে ওষুধ সেবনের কথাও যোগ করেছেন অভিনেত্রী। খালি পেটে ওষুধ খেয়ে এই বিপত্তি। এই ঘটনার কথা চিন্তা করলেই শিউরে উঠছেন মধুবনী। তাই আর ডায়েটে কোনও কড়াকড়ি নয়। ভাত, রুটি, মাছ, মাংস খেয়েই নিজেকে সতেজ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।