Shakib Khan

বাদ পড়ছেন মিমি, ইধিকা! এ বার বাংলাদেশি শাকিব খানের নায়িকা হচ্ছেন টলিপাড়ার এই অভিনেত্রী?

শাকিব খানের বিপরীতে কলকাতার অনেক নায়িকাকেই দেখেছেন দর্শক। শোনা যাচ্ছে, আগামী ইদে নায়কের বিপরীতে আবারও দেখা যাবে এ পার বাংলার এক অভিনেত্রীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৪:৫৫
Share:

বাদ পড়লেন মিমি চক্রবর্তী, ইধিকা পাল! ছবি: সংগৃহীত।

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির পর আর পর্দায় দেখা যায়নি অভিনেত্রী মধুমিতা সরকারকে। শোনা যাচ্ছে, আপাতত তিনি নিজের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। তা হলে কি এখন আগের চেয়ে কাজের পরিমাণ কমিয়েছেন নায়িকা! এই আলোচনাতে যখন বিভোর টলিপাড়ার অন্দর, তখন চারিদিকে অন্য ফিসফাস।

Advertisement

শোনা যাচ্ছে, এ বার বাংলাদেশি অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন মধুমিতা। শেষ বার নায়কের বিপরীতে দর্শক দেখেছিলেন অভিনেত্রী ইধিকা পালকে। ‘বরবাদ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তার আগে মিমি চক্রবর্তীকে ‘তুফান’ ছবিতে দেখা গিয়েছিল। তারও আগে ‘প্রিয়তমা’ ছবিতেই শাকিব-ইধিকার জুটি দর্শকের নজর কেড়েছিল, সেটা ২০২৩ সাল। এ বার শোনা যাচ্ছে, ২০২৬-এর ইদে নাকি মধুমিতার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব।

সত্যিই কি তাই? অসমর্থিত সূত্রের খবর, নায়িকার কাছে ফোন এসেছে। কথাবার্তাও নাকি অনেকই এগিয়েছে। কিন্তু এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। তাই এখনই প্রকাশ্যে কোনও কথা বলা নিষেধ। এ প্রসঙ্গে, মধুমিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

Advertisement

সত্য়িই কি শাকিবের বিপরীতে মধুমিতা? ছবি: সংগৃহীত

শাকিবের আগামী ছবি পরিচালনার দায়িত্বে আবু হায়াত মাহমুদ। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। আগের সপ্তাহে শাকিবের সঙ্গে চুক্তি সাক্ষর নাকি হয়ে গিয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শাকিব তা নিশ্চিত করেছেন পরিচালক স্বয়ং।

উল্লেখ্য, শাকিবের অভিনয়, ছবির থেকেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহ বেশি। যদিও কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেতা। অন্য দিকে মধুমিতাও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নানা মুহূর্ত মাঝে মাঝেই ভাগ করে নেন সকলের সঙ্গে। শোনা যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement