Bullet Sarojini Serial Update

শ্রীময়ীর পরিবর্তে মল্লিকা, রাগিনী চরিত্রটি পেয়ে বললেন, “বড় ছেলে মেয়ের মা হতে হলেও...”

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সদ্য জানিয়েছেন, তিনি আর ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে অভিনয় করবেন না। তাঁর পরিবর্তে অভিনয় করবেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৯:৫৩
Share:

(বাঁ দিকে) মল্লিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীময়ী চট্টরাজ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

রাশভারী চেহারা। কাজল দিয়ে আঁকা বড় বড় চোখ। রাগিনী চট্টোপাধ্যায় ইতিমধ্যেই দর্শক দেখে ফেলেছেন। ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে এত দিন এমনই রাশভারী চরিত্রে দর্শক দেখেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। কিন্তু কিছু দিন আগেই অভিনেত্রী ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি এই চরিত্রে অভিনয় করছেন না। তার পরেই সকলের মনে প্রশ্ন তৈরি হয়েছিল। তা হলে রাগিনীর চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে? সেটাও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সোমবারই ছিল লুক সেট। শ্রীময়ীর পর অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে এই চরিত্রের জন্য বেছে নিয়েছেন নির্মাতারা। এই কাহিনির অনেকটাই নির্ভর করছে রাগিনী চরিত্রটির উপর। ফলে এত বড় দায়িত্ব পেয়ে খুবই খুশি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কমকে মল্লিকা জানালেন, তাঁর কাছে ভাল চরিত্রে অভিনয় করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এর আগে শ্রীময়ী চরিত্রটিতে অভিনয় না করার সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছিলেন, চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো ক্ষমতা এখনও তাঁর তৈরি হয়নি। তবে মল্লিকার যদিও সেই সমস্যা নেই। তাঁর মেয়ের বয়স ১৭। তবে মল্লিকা বললেন, “আমরা তো অভিনেত্রী বড় সন্তানের মায়ের চরিত্র পেলেও করব। আবার যদি কেউ আমায় ২ মাসের শিশুর মায়ের চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ দেন, তাতেও আমি রাজি।” কেন রাগিনী চরিত্র থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী?

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেছিলেন, “আমি শুরুতে জানতাম না, আমার চরিত্রের চারটি বড় বড় ছেলেমেয়ে থাকবে। আমার বয়স মাত্র ২৭। আমি কখনও ৫৭ বছর বয়সকে ফোটাতে পারি? ফলে, অভিনয় করে কিছুতেই তৃপ্তি পাচ্ছিলাম না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement