Mimi Chakraborty

বাইকে স্টান্ট দিয়ে গানও গাইলেন মিমি!

কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। মিমির ক্ষেত্রে এই প্রবাদ যেন মিলে গেছে একেবারেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৫
Share:

মিমি চক্রবর্তী।

Advertisement

ধুলো ওড়াতে ওড়াতে, সিংহ গর্জন করতে করতে বাইকটা এসে থামল এবড়োখেবড়ো রাস্তার মাঝখানে। হেলমেটটা খুলে রাখলেন মিমি চক্রবর্তী! আর মিমির ওই লুকে বোল্ড আউট ফ্যানেরা। সাদা, লাল, কালো গাউনে মিমি যেন মোহময়ী। সম্প্রতি মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিমির প্রথম মিউজিক ভিডিয়োতে দেখা গেল এমনই কিছু দৃশ্য। তবে চমকের এখানেই শেষ নয়। গানটি গেয়েছেন মিমি নিজেই! কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। মিমির ক্ষেত্রে এই প্রবাদ যেন মিলে গেছে একেবারেই।

গানের নাম ‘আনজানা’। গানের কথা রাজীব দত্ত ও সোহম মজুমদারের। সুর দিয়েছেন ডাব্বু। কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন বাবা যাদব। গানের শুটিং হয়েছে বিদেশে। তবে গানের ভাষা কিন্তু বাংলা নয়। বরং ইংরেজি এবং হিন্দিতেই গাওয়া হয়েছে এই গান।

Advertisement

শুনে নিন মিমির সেই গান-

কিছু দিন আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করার কথা জানিয়েছিলেন মিমি। গানের প্রতি তাঁর অনুরাগের কথাও ফ্যান মহলে পরিচিত। কিছু দিন আগে লোকসভা নির্বাচনের প্রচারে এসে অনেক সময়ে তাঁকে গান গাইতে দেখা গিয়েছিল। নেটিজেনদের মধ্যে প্রশংসিত হয়েছিল মিমির গলায় গান। কখনও সাংসদ, কখনও অভিনেত্রী আবার কখনও বা গায়িকা— একই অঙ্গে এত গুণে মিমি ফ্যানেরা একেবারে উচ্ছ্বসিত!

আরও পড়ুন-‘এক পরিচালক আমার শরীরের প্রতি ইঞ্চি দেখতে চেয়েছিলেন’, বিস্ফোরক মন্তব্য বলি অভিনেত্রীর

আরও পড়ুন-‘কার্ব দিবস’-এ হট বেলি ডান্সে সোশ্যাল মিডিয়া কাঁপালেন ইলিয়ানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement