Yash-Nusrat

নিন্দকদের বুড়ো আঙুল! সেজেগুজে অষ্টমীতে একফ্রেমে ধরা দিলেন যশ-নুসরত, ঈশান কই? প্রশ্ন সবার

জুটি। নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে একসঙ্গে অনেক দিন পরে দেখা গেল। মাঝে তাঁদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সবটাই যে রটনা সেই আভাস পাওয়া গেল যুগলের ছবিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭
Share:

অষ্টমীতে যশ, নুসরতের বিশেষ ছবি। ছবি: সংগৃহীত।

দুর্গাপুজোর কিছু দিন আগে পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে বিপুল আলোচনা হয়েছে। অষ্টমীর দিন সবাইকে চমকে দিলেন আলোচিত টলিউড জুটি। নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে একসঙ্গে অনেক দিন পরে দেখা গেল। মাঝে তাঁদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সবটাই যে রটনা সেই আভাস পাওয়া গেল যুগলের ছবিতে।

Advertisement

নুসরতের পরনে ছিল সোনালি কাজের টিস্যু সিল্ক শাড়ি। আর যশ পরেছিলেন নীল রঙের কুর্তা সঙ্গে জিন্স। একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দেখা গেল তাঁদের। আর যশ, নুসরতকে পাশাপাশি দেখে খুশি তাঁদের অনুরাগীরা। ভালবাসায় ভরালেন দুই প্রিয় তারকাকে। পুজোর পরিকল্পনা আগেই জানিয়েছিলেন নায়িকা।

নায়িকার মতে, ছেলে হওয়ার পর তিনি আদ্যোপান্ত বদলে গিয়েছেন। নিজেরও মনে হয়, নতুন করে যেন পুজো দেখছেন। অভিনেত্রী যোগ করেন, “গত বছর, ঢাকের তালে নাচতে ওর (ঈশানের) ভাল লেগেছিল। এই বছর যেমন, নিজেই ‘ঠাকুর ঠাকুর’ বলছে।” দুর্গাপুজোর সময় সারা শহর আলোয় সেজে ওঠে। সেই আলো দেখতে ভালবাসে নায়িকার একরত্তি। ঈশানের চোখ দিয়ে শহরের আলোকসজ্জাও এখন নতুন করে দেখছেন নায়িকা। যদিও এই ফ্রেমে ছেলে ঈশানকে মিস্‌ করছিলেন তাঁদের অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন ছিল, ছেলে কই?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement