What Is Doing Pallabi Chatterjee

পর্দায় ‘মা’ হতে আপত্তি নেই, কেউ ডাকেই না! এ বার কি বলিউডে ‘স্ট্রাগলার’ পল্লবী চট্টোপাধ্যায়?

“ভাল চরিত্র পেলে আপত্তির কী আছে? আমি তো কোনও দিন আপত্তি জানাইনি! তার পরেও গত দেড় বছর ধরে কেউ ডাকেননি”, অনুযোগ পল্লবীর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:১০
Share:

পল্লবী চট্টোপাধ্যায় কি বাংলায় ব্রাত্য? ছবি: সংগৃহীত।

বাংলা ইন্ডাস্ট্রি কি বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কাজের খোঁজে তাঁদের শেষ ভরসা বলিউড? প্রশ্ন তুলে দিচ্ছে বহু বাঙালি অভিনেতার জীবনই। মুম্বইয়ে ‘স্ট্রাগলার’ বাঙালি অভিনেতার সংখ্যা ক্রমশ বাড়ছে!

Advertisement

টলিউডে দীর্ঘ দিন অভিনয় করছেন পল্লবী চট্টোপাধ্যায়। বাংলা, বম্বের (অধুনা মুম্বই) নামজাদা নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কন্যা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোট বোন। আনন্দবাজার ডট কমের কাছে নিজেকে উজাড় করলেন। বললেন, “কোনও দিনই নায়িকা হইনি। ভাল চরিত্র পেলেই অভিনয় করব। পর্দায় কারও মা হতেও আপত্তি নেই, জানিয়েছি।” তবু, গত দেড় বছর ধরে বাংলায় বিনোদন দুনিয়া মুখ ফিরিয়ে রেখেছে তাঁর থেকে। বলিউডে নতুন করে ‘স্ট্রাগল’ করছেন পল্লবী। সাফ বললেন, “কী করব! উপার্জন করতে হবে তো। অগত্যা...।”

বাংলায় অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল অশোক বিশ্বনাথনের ছবি ‘রাজনন্দিনী’তে। সেখানে তিনি মুমতাজ সরকারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। পল্লবী কিন্তু চুপচাপ বসে নেই। সম্প্রতি, পরিচালক সৌম্যজিৎ আদক তাঁর আগামী ছবি ‘টেক কেয়ার ভালবাসা’য় গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য পল্লবীকে বেছেছেন। সে কথা বলতেই খুশির রেশ তাঁর গলায়। বললেন, “হ্যাঁ, সৌম্যজিতের ছবিতে এক অধ্যাপিকার চরিত্রে অভিনয় করছি। কলেজ প্রেমের ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমার দুটো বয়স দেখানো হবে।”

Advertisement

‘খাকি ২’ সিরিজ়ে পল্লবী চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিংহ। ছবি: সংগৃহীত।

জুলাই এবং অগস্ট জুড়ে শুটিং হবে কলকাতা, চন্দননগর এবং বিদেশে। ছবিতে দুই যুগলের ভূমিকায় অভিনয় করবেন শোলাঙ্কি রায়-সৌম্য মুখোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্য-রাহুল মজুমদার। গানের দায়িত্বে নীলায়ন চট্টোপাধ্যায়, ঈশান মিত্র।

এখন কী করছেন পল্লবী? অভিনেত্রীর জবাব, “বলিউডে টুকটাক কাজ করছি। যেমন, নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এবং আরও।” এ ছাড়া, নিজের মতো করে গল্প লিখছেন। সেগুলো বাংলা এবং বলিউডে বহু পরিচালক, চিত্রনাট্যকারদের শুনিয়েছেন। দু’জায়গাতেই তাঁর গল্প নিয়ে কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পল্লবীর কথায়, “আমায় দেখার কেউ নেই। এক পয়সা দিয়ে সাহায্য করারও কেউ নেই। নিজেরটা নিজেকেই দেখতে হয়। অথচ নিজের ঢাক পেটাতে পারি না। তাই এতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে।”

‘খাকি ২’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন... মনে করিয়ে দিতেই আপত্তি তুলেছেন অভিনেত্রী। তাঁর সাফ জবাব, “দাদার সৌজন্যে কাজ পেয়েছি, এ কথা আর শুনতে চাই না। আমি অডিশন দিয়েছিলাম। সেখান থেকে নির্বাচিত হয়েছি।আমার যাবতীয় দৃশ্য চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে ছিল।”

কিছু দিন আগে অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের কথা লিখেছিল আনন্দবাজার ডট কম। বাংলা ছোট পর্দায় দীর্ঘ দিন কাজের পরেও একঘেয়ে চরিত্র দেওয়া হচ্ছিল তাঁকে। কাজও পাচ্ছিলেন না ঠিকমতো। বাধ্য হয়ে তিনিও বলিউডে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। বলতে বলতে কেঁদে ফেলেছিলেন নন্দিনী। পল্লবীর কথাতেও বিষণ্ণতার সুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement