Pallavi Sharma

কোন মন্ত্রে পল্লবীর অভিনীত সব ধারাবাহিকই জনপ্রিয়! নতুন কাজ শুরুর আগে কী বললেন নায়িকা?

অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জুটি বেঁধেছেন নতুন ধারাবাহিকে। ‘তারে ধরি ধরি মনে করি’ শুরুর আগে কী বললেন নায়িকা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬
Share:

পল্লবী শর্মা কোন মন্ত্রে বিশ্বাসী? ছবি: সংগৃহীত।

সাড়ে সাত বছরের অভিনয়জীবন তাঁর। এত বছরে দুটো ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা গিয়েছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। প্রথম ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল পাঁচ বছর ধরে। আর দ্বিতীয়টা চলেছিল আড়াই বছরের খানিক বেশি। নতুন কাহিনিতে নায়িকা হিসাবে ফিরছেন পল্লবী। ইদানীং বহু গল্প শেষ হচ্ছে অল্প দিনেই। সেখানে কী ভাবে চিত্রনাট্য নির্বাচন করেন অভিনেত্রী?

Advertisement

গত কয়েক বছরে ধারা বদলেছে। কোনও কাহিনির মেয়াদ আট মাস, তো কোনও ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে তিন মাসেই। নেপথ্যে টিআরপি নম্বর। ধারাবাহিক হিট হয় কোন ম্যাজিকে? কতটা ভাগ্যে বিশ্বাসী অভিনেত্রী? পল্লবীর সাফ উত্তর, ভাগ্য যেমন আছে তেমনই সঙ্গে রয়েছে কঠোর পরিশ্রম।

অভিনেত্রী বলে, “আমার মনে হয়, একটা কাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গেই নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে নেই। আমার প্রথম ধারাবাহিক চলেছিল পাঁচ বছর। পরেরটা সম্প্রচারিত হয়েছিল প্রায় আড়াই বছরেরও বেশি সময়। প্রতি দিন টানা ১৪ ঘণ্টা একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক সময় অজান্তেই আমরা সেই চরিত্রে যাপন শুরু করি। সেই খোলস থেকে বেরিয়ে আসা জরুরি।”

Advertisement

প্রথম ধারাবাহিক শেষ হওয়ার প্রায় দু’বছর পরে নতুন ধারাবাহিক শুরু করেছিলেন পল্লবী। ‘নিমফুলের মধু’ শেষ হওয়ার প্রায় ন’মাস পরে আবার নতুন কাহিনিতে দেখা যাবে তাঁকে। পল্লবী যোগ করেন, “মানুষকেও আগের চরিত্র ভোলার সময় দিতে হবে। সেটা খুব জরুরি। তবে জানি না, ঠিক কী কারণে ধারাবাহিক হিট হয়। তবে এই প্রক্রিয়া আমার জন্য খুব কাজ করে।” নতুন গল্পে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন পল্লবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement