রাঘব-পরিণীতির কোলে এল সন্তান। ছবি: সংগৃহীত।
অপেক্ষার অবসান। পুত্রসন্তানের জন্ম দিলেন পরিণীতি চোপড়া। অভিনেত্রী নিজে ও তাঁর স্বামী রাঘব চড্ডা নিজেরাই সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছেন।
সমাজমাধ্যমে তারকাদম্পতি পুত্রসন্তানের কথা জানিয়ে লিখেছেন, “অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান। এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা মনেই করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল। মন আরও পরিপূর্ণ হল।”
তাঁরা আরও লেখেন, “আগে আমরা পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের দু’জনের কাছেই সব আছে।” পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
রবিবার সকালেই খবর আসে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিণীতিকে। বেলা গড়াতেই তারকাদম্পতি নিজেরাই সুখবর ঘোষণা করেন। দিল্লিতে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। আগামিদিনগুলোয় পরিণীতি সেখানেই থাকবেন বলে জানা যাচ্ছে। বিয়ের পর থেকে তিনি ছবির কাজ করেননি। অন্য দিকে আম আদমি পার্টির সদস্য রাঘবের কর্মস্থল দিল্লিতে। তাই এখন দিল্লিই পরিণীতির স্থায়ী বাসস্থান।
সন্তানের আগমন হয়ে গিয়েছে। ছবি- সংগৃহীত।
চলতি বছর অগস্ট মাসে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। তার উপর লেখা ছিল, এক যোগ এক সমান সমান তিন। পাশাপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’
২০২৩ সালের সেপ্টেম্বরে রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ধুমধাম করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান।