‘চিরসখা’ ধারাবাহিকে নতুন মোড়। ছবি: সংগৃহীত।
‘চিরসখা’ ধারাবাহিকে বাবিল এবং মিটিলের সম্পর্ক মোড় নিয়েছে অন্য দিকে। মাঝে এসেছে কোয়েল। এই পরিস্থিতিতে কিছুটা হলেও বিভ্রান্ত কমলিনী এবং স্বতন্ত্র। কোয়েলের চরিত্রে দর্শক দেখছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে। তৃতীয় ব্যক্তি হিসাবে অভিনেত্রীর আগমন দর্শকের একাংশের মোটে পছন্দ হচ্ছে না। ব্যক্তিগত ভাবে সম্পর্কের এমন জটিলতাকে কী ভাবে দেখেন অভিনেত্রী?
কয়েক বছর আগে নিজের জটিল প্রেমজীবন নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন অভিনেত্রী। পর্দায় অভিনয় করতে গিয়ে নিজের উপলব্ধির কথা ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী বলেন, “এ ক্ষেত্রে অনেকগুলো বিষয় নির্ভর করে। যদি ছেলেটি পুরনো সম্পর্ক থেকে মানসিক ভাবে বেরিয়ে আসে, আর তৃতীয় ব্যক্তি বলে যাকে চিহ্নিত করা হচ্ছে, তার যদি অনুভূতি থাকে, সে ক্ষেত্রে তো কোনও অন্যায় নেই। তবে পুরনো সম্পর্ক থেকে না বেরিয়ে আগেই নতুন প্রেমে না ঝাঁপিয়ে পড়াই ভাল।”
গল্পে দেখানো হচ্ছে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে কোয়েল। এ ক্ষেত্রেও প্রিয়াঙ্কার যুক্তি, “আমার মনে হয়, এটা নির্ভর করে ব্যক্তিবিশেষের উপর। অনেকে বিয়ের পরেও সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত থাকে না। আবার বিয়ে হোক না হোক সন্তানের দায়িত্ব নিতে অনেকেই আগে থেকে প্রস্তুত। সুতরাং এ ভাবে বলা খুব কঠিন।” তাই কোনও দিক থেকে তিনি কাউকে বিচার করার জায়গায় নেই। ধারাবাহিকের শুটিংয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা এই মুহূর্তে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। ফেব্রুয়ারির প্রথমেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।