কেন ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত রণিতার? ছবি: সংগৃহীত।
সাত বছর পরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁকেও টপকে গেলেন অভিনেত্রী রণিতা দাস। ১০ বছর পর ঘরে ফিরলেন নায়িকা। ‘বাহামণি’ এ বার ‘বাণী’। ধারাবাহিকের নাম ‘ও মোর দরদিয়া’। প্রায় একযুগ পরে কেন ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?
শেষ ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। অনেক কারণেই সিদ্ধান্ত নিয়েছিলেন ছোটপর্দা থেকে দূরে থাকার। সে সময় পড়াশোনা শেষ করছিলেন। নিজেকে একটা গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাননি রণিতা। অভিনেত্রী বললেন, “মাঝে অনেক ধরনের কাজ করেছি আমি। নিজে প্রোডাকশনও করেছি। এখন আমি বুঝি শুধু অভিনয় করে দেওয়া মানেই কাজ শেষ নয়। তার পরেও অনেক দায়িত্ব থাকে।”
এত বছর পরে ধারাবাহিকে ফেরা। ভয় লেগেছিল রণিতার? ভেবেছিলেন দর্শক কী ভাবে তাঁকে গ্রহণ করবে? অভিনেত্রীর কথায়, ১০ বছরে অনেককিছু বদলে গিয়েছে। প্রচার, প্রচারকৌশলের ধারায় অনেক পরিবর্তন এসেছে। তাই কিছু কিছু ক্ষেত্রে তিনি অনেক ভেবে কথা বলছেন।
অভিনেত্রী যোগ করেন, “ট্রোলের দুনিয়ায় এত বছর পরে দর্শক প্রথম দৃশ্যেই আমায় অন্তঃসত্ত্বা মহিলা হিসাবে দেখবে। চিন্তায় ছিলাম। অনেক বুঝে তাই কথাও বলছি এখন। চরিত্রে ঢুকতে চাই। নিজেকে পুরোপুরি তৈরি করে ফেলতে চাই। চিন্তা, ভয়ের থেকেও এখন কাজটা ভাল করতে হবে।” নতুন ধারাবাহিকে রণিতা বিপরীতে দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে একটু অন্যধরনের প্রেমের গল্প।