Rashmika Mandanna

বিজয়ের সঙ্গে আগামী বছরেই বিয়ে? এর মাঝেই সম্পর্কে ঝগড়া ও বোঝাপড়া নিয়ে কী বললেন রশ্মিকা

বিয়ের জল্পনার মধ্যেই রশ্মিকা জানালেন, সম্পর্কে ঝগড়াঝাঁটি কী ভাবে সামাল দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১৫
Share:

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ের জল্পনা তুঙ্গে। ছবি: সংগৃহীত।

গোপনে বাগ্‌দান সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদ্‌যাপন করেছেন তাঁরা। এমনই খবর বিনোদনজগতে। এই জল্পনার মধ্যেই রশ্মিকা জানালেন, সম্পর্কে ঝগড়াঝাঁটি কী ভাবে সামাল দেন।

Advertisement

রশ্মিকা জানান, সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয় সম্পর্কে। কোথায় যাবে, কী ভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না— এই প্রশ্নগুলি তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা উচিত? উত্তরে রশ্মিকা বলেছিলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে তাঁকে আমার সঙ্গে থাকতে হবে। তাঁর সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।” এখানেই শেষ নয়। আরও একটি চাহিদার কথা বলেছিলেন তিনি। অভিনেত্রী বলেছিলেন, “তিনি যে-ই হোন, তাঁর মনে দয়ামায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল মন না থাকলে তাঁর সঙ্গে পথ চলা মুশকিল।”

Advertisement

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৫ — সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রশ্মিকা ও বিজয়। কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেন না তাঁরা। তবে গুঞ্জন, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তাঁরা। খুব শীঘ্রই নাকি চারহাত এক হবে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement