Sachin-Jigar

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সচিন-জিগর জুটির সচিন! ‘আজ কি রাত’ খ্যাত সঙ্গীত পরিচালক বিপাকে

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি অভিযোগকারিণী মামলা দায়ের করা মাত্রই পুলিশ তৎপর হয়। প্রথমেই গ্রেফতার করে সচিনকে তুলে আনা হয় হেফাজতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৫:২৩
Share:

বিতর্কে সচিন। ছবি: সংগৃহীত।

সঙ্গীত পরিচালক জুটি সচিন-জিগরের সচিন সংঘ্বি গ্রেফতার। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ‘আজ কি রাত’ খ্যাত সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে। ২৯ বছর বয়সি এক মহিলা সচিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

Advertisement

মামলাটি থানায় দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় সচিনকে। অবশ্য কিছু ক্ষণের মধ্যেই তাঁকে জামিন দেওয়া হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি অভিযোগকারিণী মামলা দায়ের করামাত্রই পুলিশ তৎপর হয়। প্রথমেই গ্রেফতার করে সচিনকে হেফাজতে নেওয়া হয়। পরে অবশ্য তাঁকে জামিন দেওয়া হয়।

সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনও প্রমাণ নেই। আমার মক্কেলকে পুলিশ বেআইনি ভাবে আটক করেছিল। সেই জন্যই তাঁকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। প্রতিটি অভিযোগের সঠিক উত্তর দিতে চাই আমরা।”

Advertisement

উল্লেখ্য, সচিন সংঘ্বি ও জিগর সরইয়া একসঙ্গে সঙ্গীত পরিচালনা করেন। বলিউডে তাঁরা সচিন-জিগর নামে পরিচিত। বহু সফল গান রয়েছে তাঁদের ঝুলিতে। ‘ভেড়িয়া, ‘স্ত্রী’, ‘পরম সুন্দরী’র মতো ছবিতে গান বেঁধেছেন তাঁরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘থামা’-তেও সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা। সচিন-জিগরের সফল গানগুলির মধ্যে রয়েছে ‘তরস’, ‘এক জ়িন্দেগি’, ‘অপনা বনা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’ ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement