Rhea Chakraborty

‘রোজ হনুমান চালীসা পড়ি’, সুশান্তের মৃত্যুর পরে সুস্থ হতে আধ্যাত্মিকতায় ভরসা! আর কী কী করেন রিয়া?

২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। তার ছ’দিন আগেই রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছিল। অভিনেত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, সুশান্তের টাকার নয়ছয়ের অভিযোগ ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:১৪
Share:

সুশান্তের মৃত্যুর পর থেকে হনুমান চালীসা পড়েন রিয়া। ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে মুহূর্তে বদলে গিয়েছিল তাঁর জীবন। বার বার কাঠগ়ড়ায় দাঁড়াতে হয়েছিল তাঁকে। এমনকি, সংশোধনাগারেও থাকতে হয়েছিল এক মাস। ভেঙে পড়েছিলেন রিয়া চক্রবর্তী। তখন নাকি অভিনেত্রীর সহায় ছিল হনুমান চালীসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানান রিয়া।

Advertisement

২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। তার ছ’দিন আগেই রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছিল। অভিনেত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, সুশান্তের টাকার নয়ছয়ের অভিযোগ ওঠে। মাদকযোগেও নাম জড়িয়েছিল তাঁর। এক মাস সংশোধনাগারে ছিলেন তিনি। মানসিক ভাবে কী পরিস্থিতি হয়েছিল, তা নিয়ে মুখ খুলেছেন রিয়া। তখন একমাত্র ভরসা ছিল হনুমান চালীসা। অভিনেত্রী বলেছেন “২০২০ সালে আমি পড়া শুরু করি। এখন অন্তত দিনে এক বা দু’বার পড়ার চেষ্টা করি হনুমান চালীসা। একবারে সাতবার মন্ত্রপাঠ করি। এটা আমার জন্য ধ্যানের মতো কাজ করে।”

ঈশ্বরের উপর বিশ্বাসই নতুন করে বাঁচার একমাত্র পথ হয়ে ওঠে রিয়ার। অভিনেত্রীর কথায়, “তখন সকালে ঘুম থেকে উঠতাম আর রাতে ঘুমোতাম। এই ছিল জীবন। কিসের জন্য জীবনের প্রতি কৃতজ্ঞ থাকব, রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবতাম। আমার হাত-পা ও অঙ্গপ্রত্যঙ্গ সচল ছিল। এটুকুর জন্যই জীবনকে কৃতজ্ঞতা জানাতাম।”

Advertisement

সুশান্তের মৃত্যুর পরের ঘটনা বহু দিন ধরে তাড়া করে বেরিয়েছে রিয়াকে। সুস্থ হতে বহু দিন সময় লেগেছে তাঁর। বহু কঠিন সময় কাটানোর পরে অনেকটা অভিজ্ঞ রিয়া, মনে করেন তাঁর চারপাশের মানুষ। তাই তাঁরাও অনায়াসে নিজেদের সমস্যার কথা জানান রিয়াকে। সেই মানুষদের অভিজ্ঞতাই নাকি রিয়াকে সুস্থতার পথে এগিয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement