Madam Rituparna Sengupta

‘একজন মহিলার একাধিক পুরুষ বন্ধু থাকলেই সমাজ তাকে চরিত্রহীন বলে দেয়’, বললেন ঋতুপর্ণা

পুরুষ ও মহিলার বন্ধুত্ব মানেই শারীরিক সম্পর্ক, মানেন না অভিনেত্রী। নতুন ছবিতে অভিনেতার সঙ্গে তাঁর কেমন বন্ধুত্ব দেখানো হয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৬:০৭
Share:

‘ম্যাডাম সেনগুপ্ত’র সেটে কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

শেফালী জরীওয়ালা নন। ৭৭ বছরের অভিনেত্রী মুমতাজ়ও নন তিনি। সারা বিশ্ব যখন প্লাস্টিক সার্জারি, ফেস লিফ্‌টার, ফিলার নিয়ে চর্চায় মত্ত, তখন তিরিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে এক টানা স্বমহিমায় টিকে থাকা ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, “সব সময় আমাকে এক রকম লাগবে এমনটা কেন হবে? কখনও আমায় রোগা লাগতে পারে, কখনও মোটা লাগতে পারে। এ নিয়ে এত ভাবব কেন?”

Advertisement

কাজের গোড়ার দিকেই ঝুঁকি নিতে আরম্ভ করেন অভিনেত্রী। বললেন, “বুদ্ধদেব দাশগুপ্তের ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ একজন বারবণিতার চরিত্রে অভিনয় করেছিলাম। সে সময় এ ধরনের চরিত্র করা খুব সহজ বিষয় ছিল না।” বক্স অফিসের কথা ভেবেই যে তিনি ছবির প্রযোজনা করেছেন বা ছবিতে কাজ করেছেন এমন নয়। শুধু বড় পরিচালকদের সঙ্গেই কাজ করবেন, এমন ভাবনাও ছিল না তাঁর।

সেই কারণেই নির্মল চক্রবর্তীর মতো নতুন পরিচালক থেকে সুমন ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করে গিয়েছেন ‘পুরাতন’ ছবির প্রযোজক। উদ্দেশ্যই ছিল গল্পের উপর নির্ভর করে ছবি করা। আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলার মাঝেই তাঁর নতুন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর টিমকে প্রচারের জন্য নানা নির্দেশ দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। ‘অনুরণন’-এর পর আবার রাহুল বোসের সঙ্গে অভিনয় করছেন এই ছবিতে। বললেন, “রাহুল খুব খুঁতখুঁতে। জামার ভাঁজ ঠিক না থাকলে সে জামা অবধি ফিরিয়ে দিতে দেখেছি ওঁকে।”

Advertisement

‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে রাহুল কার্টুনিস্ট ঋতুপর্ণার বন্ধু। ঋতুপর্ণা বিবাহিত। বিবাহিত নারীর পুরুষ বন্ধু হয়? সমাজ এখনও নারী-পুরুষের বন্ধুত্ব স্বীকার করতে চায় না, মেনে নিলেন অভিনেত্রী। বিশদে বললেন, “আমাদের যে ধরনের কাজ, তাতে আমরা কিন্তু অনেক বেশি পুরুষের বৃত্তের মধ্যে থেকে কাজ করি। টেকনিশিয়ান, চিত্রগ্রাহকদের মধ্যে এখনও পুরুষের সংখ্যাই বেশি। আমার অনেক সম্পাদক পুরুষ বন্ধু আছে।” তিনি বিশ্বাস করেন, বন্ধুত্বের কোনও আলাদা লিঙ্গ হয় না।

বন্ধুত্ব নিয়ে বলতে বলতে তিনি বলেন, “একজন মহিলার একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলে দেওয়া যায়। অন্য দিকে, এক জন পুরুষের একাধিক মহিলা বন্ধু থাকলে সেই বিষয়টা গৌরবান্বিত করা হয়। সমাজ বদলায়নি। কোনও অভিনেত্রী অনেক ছবি করলে ধরেই নেওয়া হয়, পরিচালক বা প্রযোজকের সঙ্গে সেই মহিলার বিশেষ সম্পর্ক আছে।” প্রত্যেক পুরুষ আর মহিলার বন্ধুত্বেই যে শারীরিক সম্পর্ক থাকবে, এমনটা মনে করেন না অভিনেত্রী। তাঁর জীবন দিয়েই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে রাহুল আর ঋতুপর্ণার শর্তহীন বন্ধুত্বের সম্পর্কই দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement