Rituparna Sengupta

ভালবাসার টানে কলকাতা থেকে মুম্বই, কাজলের সঙ্গে সিঁদুরখেলায় মত্ত ঋতুপর্ণা, নিমেষে ছড়িয়ে পড়ল ছবি

বৃহস্পতিবারই মুম্বই থেকে কলকাতায় ফিরবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ফিরে এসে কলকাতার সুরুচি সংঘের ঠাকুর দেখার ইচ্ছা রয়েছে তাঁর। অভিনেত্রী সবটা জানালেন আনন্দবাজার ডট কমকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৫:২৬
Share:

কাজলের সঙ্গে ঋতুপর্ণার সিঁদুরখেলার মুহূর্ত। ছবি: সংগৃহীত।

তিনি কখন, কোথায় থাকেন তা বোঝা খুব কঠিন। কিছু দিন আগে বিদেশে ছিলেন। তার পর স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতার কয়েকটা পুজোমণ্ডপে ঘুরেছেন। এর মধ্যেই আবার মুম্বইয়ে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোর সিঁদুরখেলায় যোগ দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজলের সঙ্গে তাঁর সিঁদুরখেলার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে।

Advertisement

বৃহস্পতিবারই মুম্বই থেকে কলকাতায় ফিরবেন তিনি। ফিরে এসে কলকাতার সুরুচি সংঘের ঠাকুর দেখার ইচ্ছা রয়েছে তাঁর। অভিনেত্রী সবটা জানালেন আনন্দবাজার ডট কমকে। ঋতুপর্ণা বললেন, “মুম্বইয়ের শিবাজি পার্ক-সহ বেশ কিছু প্যান্ডেলে আমন্ত্রণ ছিল। গিয়েছিলাম। তার পর একটু সময় হাতে পেয়েই গিয়েছিলাম রানিদের (মুখোপাধ্যায়) পুজোয়। ওঁরা সবাই আমায় ভালবাসে। বার বার যেতে বলেছিল। একটু সিঁদুর খেলে এলাম।”

অভিনেত্রী জানিয়েছেন, স্বামী সঞ্জয়ও সুযোগ পেয়ে পুজোর কয়েকটা দিন কলকাতায়। তাই এখানে অনেক জায়গায় ঘুরেছেন। মুম্বই থেকে ফিরে কলকাতার আরও অনেক প্যান্ডেলে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। পুজো মিটতে মিটতে আবার তিনি পাড়ি দেবেন আমেরিকা। সেখানে রয়েছে আরও একটা অনুষ্ঠান। ঋতুপর্ণা বললেন, “মায়ের জন্যই সব কাজ সুষ্ঠু ভাবে করে ফেলতে পারি। আগামিদিনে অনেক কাজ আসছে। আপাতত সে সব নিয়ে ব্যস্ততায় রয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement