Subhashree Ganguly

গায়ে ভর্তি গয়না, লাল টুকটুকে শাড়িতে সেজে মা দুর্গাকে বরণ করতে এলেন শুভশ্রী, কী প্রার্থনা করলেন?

দেখতে দেখতে পুজোর চারটি দিন কেটে গেল। মায়ের এ বার ফেরার পালা। দশমীর দুপুরে মাকে বরণ করতে কেমন ভাবে সাজলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৪:১৮
Share:

দশমীর সাজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

পরনে লাল টুকটুকে শাড়ি। গলায়, হাতে সোনার গয়না। পায়ে আলতা। সিঁথিভর্তি চওড়া করে সিঁদুর। মাকে বরণ করতে এলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রতিবছর এই দিন নায়িকার সাজ দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও এই মুহূর্ত মিস্ করেননি অভিনেত্রী। স্বামী রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মায়ের বরণ করতে এলেন নায়িকা।

Advertisement

মায়ের বরণে ব্যস্ত শুভশ্রী। ছবি: সংগৃহীত।

গাড়ি থেকে নেমেই একগাল হাসি। আবার একটা বছরের অপেক্ষা। যদিও এখনই বিজয়ার শুভেচ্ছা জানাতে নারাজ অভিনেত্রী। যত ক্ষণ না জলে ঠাকুর পড়বে, তত ক্ষণ কীসের বিজয়া! গাড়ি থেকে নেমেই বললেন অভিনেত্রী। কী প্রার্থনা করবেন মায়ের কাছে? তা যদিও জানা যায়নি। গত চারটে দিন চুটিয়ে মজা করেছেন তিনি। পুজোর আগে নানা ধরনের বিজ্ঞাপনের কাজে ব্যস্ত ছিলেন। শহরের বাইরে দুর্গাপুজো উদ্বোধনের অনুরোধও ছিল তাঁর কাছে। কারও অনুরোধই ফেলেননি। শিলিগুড়ি থেকে মধ্যমগ্রাম, সর্বত্র নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে।

ছেলে ইউভান এবং ইয়ালিনি, দু’জনেই একটু একটু করে বড় হচ্ছে। কাজের ফাঁকে দুই সন্তানকেও পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করেন। এই বারেও তার অন্যথা হয়নি। ছেলে ও মেয়েকে নিয়ে কলকাতার নামী প্যান্ডেলগুলো ঘুরে দেখেছেন তাঁরা। এ ছাড়া বাড়িতেও বসেছিল আড্ডা। অতিথির তালিকায় ছিলেন সস্ত্রীক আবীর চট্টোপাধ্যায়, মানালি দে, আরিন্দম শীল থেকে টলিপাড়ার অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement