Riya Ganguly Chakraborty

‘আমাকে অপরাধী বানিয়ে গেলে’, স্বামীর সঙ্গে দূরত্ব, তাও শাশুড়িমার মৃত্যুতে কী উপলব্ধি রিয়ার?

পুজোর সময় তখন তৃতীয়া। আচমকাই অভিনেত্রী জানতেন পারেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শাশুড়িমা। এই সময়ে নিজের ব্যক্তিগত ঝামেলা, অশান্তির কথা ভাবতে চাননি রিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৯
Share:

কেন অপরাধবোধে ভুগছেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

রিয়া গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের কথা অনেকেরই জানা। তার পরে সেই জল গড়িয়েছে বহু দূর। আইনি পদক্ষেপ করেছিলেন অভিনেত্রী রিয়া। এত অশান্তির পরেও শ্বশুরবাড়ির দুঃসময়ে মুখ ফিরিয়ে থাকতে পারলেন না অভিনেত্রী। পুজোর আগে বড় অঘটন ঘটেছে। তাই স্বামীর পাশে দাঁড়ালেন রিয়া।

Advertisement

পুজোর সময় তখন, তৃতীয়া। আচমকাই অভিনেত্রী জানতে পারেন, মারা গিয়েছেন শাশুড়িমা। এই সময়ে নিজের ব্যক্তিগত ঝামেলা, অশান্তির কথা ভাবতে চাননি রিয়া। শাশুড়িমাকে হারানোর অনুভূতি ভাগ করে নিয়েছেন রিয়া।

তিনি লেখেন, “মুহূর্তের মধ্যে সব বদলে গেল। ঈশ্বরের কী অদ্ভুত খেলা! তোমায় দেখতে হাসপাতাল‌ে সবার আগে আমি গিয়ে পৌঁছোলাম। সেইসঙ্গে তোমার ডেথ সার্টিফিকেটে স্বাক্ষরও আমায় করতে হল। তোমার শেষকৃত্য করার সময় সব বিবাদ, রাগ-দুঃখ, আইনি লড়াই তথা অহঙ্কার একনিমেষে পুড়ে ছাই হয়ে যেতে দেখলাম!!”

Advertisement

স্বামীর সঙ্গে সব বিবাদ মিটে যাবে, রিয়াকে আশ্বাস দিয়েছিলেন তাঁর শাশুড়িই। তাই ওই দিন বার বার সেই কথাই মনে পড়ছিল তাঁর। এই ঘটনা ঘটার পরে অপরাধবোধ কিছুতেই মন থেকে যাচ্ছে না রিয়ার। তিনি লেখেন, “আমার একটাই আফসোস, তুমি শেষ সময় রিকু, রাহিকে কাছে পেলে না। আর তার জন্য আমায় সারাজীবনের জন্য অপরাধী বানিয়ে গেলে!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement