অহনার লেখায় কিসের ইঙ্গিত? ছবি: সংগৃহীত।
এক বছর আগের কথা। শাড়ি পরা নিয়ে মমতাশঙ্করের মন্তব্যে ঝড় উঠেছিল। তার পর অনেক তারকাই এই প্রসঙ্গে নিজের মতামত দিয়েছেন। এ বার অহনা দত্তের নতুন পোস্ট আবার উস্কে দিল সেই বিতর্ক। নিজের শাড়ি পরা একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোটপর্দার মিশকা। তার পর আবার প্রশ্নের ভিড়।
সমাজমাধ্যমে অহনা দত্তর লেখা। ছবি: ফেসবুক।
কী ঘটেছে? দুর্গাপুজোর সময় প্রত্যেকেই নিজেদের নানা ধরনের ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী অহনার পরনে নীল পাড়ের গোলাপি শাড়ি, সেই সঙ্গে মানানসই ব্লাউজ় আর গয়না। সেই ছবি ভাগ করে নিয়ে অহনা লেখেন, “নিজের সাজ নিজের রুচির পরিচয় দেয়। শাড়িটাও পরা যায় অশ্লীল ভাবে আবার অনেক সময় শর্ট ড্রেসও ভদ্রতা শিখিয়ে যায়!” তাঁর এই লেখা কার উদ্দেশে, তা অবশ্য জানা যায়নি।
বিভিন্ন কারণে দর্শকের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অহনাকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনাও হয়েছিল। মায়ের সঙ্গে দূরত্ব, তার পর প্রেমিকের সঙ্গে একত্রবাস— সব মিলিয়ে বহু বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী, যা নিয়ে প্রকাশ্যে কথাও বলেছিলেন। শাড়ি পরা নিয়ে এই তির্যক মন্তব্য কি তারই কোনও আভাস?