Prosenjit Chatterjee Faced Back Lash On North Bengal Flood Issue

কার্নিভালে যোগ দেওয়ার পর উত্তরবঙ্গের জন্য শোকপ্রকাশ! কটাক্ষ প্রসেনজিৎকে, কী বললেন পল্লবী?

টলিউড উদ্বিগ্ন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে। সমান উদ্বেগ প্রকাশ করেছেন প্রসেনজিৎ-ও। কেন তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৫:২৯
Share:

পল্লবী চট্টোপাধ্যায় কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সমর্থন করলেন? ছবি: ফেসবুক।

আগের দিন রেড রোড পুজো কার্নিভালে যোগ দিয়েছিলেন তিনি। এক দিন পরে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বার্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আবার সমালোচিত তিনি। বার্তা দেওয়ার কিছু ক্ষণের মধ্যে ভাইরাল তাঁর বক্তব্য। কী বলছেন তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়?

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে আমন্ত্রণ জানালে সেই আমন্ত্রণ কি প্রত্যাখ্যান করা উচিত? না কি, কানির্ভালে যোগ দিলে উত্তরবঙ্গের জন্য শোকপ্রকাশ করতে নেই?

আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল অভিনেত্রীর কাছে। তাঁর সাফ জবাব, “এ বিষয়ে কিচ্ছু বলব না। কারণ, পুরোটাই দাদার ব্যক্তিগত ব্যাপার। আমি কখনওই দাদার কোনও বিষয়ে বক্তব্য জানাই না। তবে এটা জানি, দাদা মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নেন। নিজের বড় দিদি হিসাবেই দেখেন তাঁকে।” কটাক্ষ প্রসঙ্গে পল্লবীর মত, “সমাজমাধ্যমে এখন সবাই লিখতে পারেন। মতপ্রকাশের স্বাধীনতাও রয়েছে। আমরা কাউকে চিনি না। কাকে বলব? কেনই বা বলব? দাদাও ওই জন্যই চট করে কোনও কথা বলে না।”

Advertisement

তবে দাদার মতো তিনিও যে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সে কথা জানাতে ভোলেননি। তাঁর কথায়, “প্রাকৃতিক বিপর্যয় নতুন নয়। বিশ্ব উষ্ণায়নে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি তো শোধ নেবেই। তাই আমাদের উচিত আগাম সতর্ক থাকা। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এত বড় বিপর্যয় হয়তো না-ও হতে পারত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement