Putul TTP

মাঝপথে বদল ‘পুতুল টিটিপি’-র খলনায়িকা, খেয়ালির দিদির চরিত্রে অভিনয় করবেন কে?

এত দিন পুতুলের দিদি মিতুলের চরিত্রে দর্শক দেখতেন অভিনেত্রী সুরভি সান্যালকে। আচমকাই নতুন অভিনেত্রীকে দেখবেন দর্শক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৪৫
Share:

‘পুতুল টিটিপি’ ধারাবাহিকে বড় বদল। ছবি: সংগৃহীত।

ধারাবাহিকে নিত্যনতুন মোড় আসবে। নায়িকার মুখ পরিবর্তন হয়ে যাবে— টেলিপাড়ায় এ যেন প্রতি দিনের ঘটনা। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘পুতুল টিটিপি’ ধারাবাহিক। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ। এই গল্পেই আসতে চলেছে নতুন মোড়। তার আগেই মুখ বদলে গেল খলনায়িকার। এত দিন মিতুলের চরিত্রে দর্শক দেখতেন অভিনেত্রী সুরভি সান্যালকে। কিন্তু আর তাঁকে দেখবেন না দর্শক। এ বার থেকে মিতুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। এই মুহূর্তে তাঁকে ‘চিরসখা’ ধারাবাহিকে দেখছেন দর্শক।

Advertisement

দুই ধারাবাহিকই সমানতালে চালিয়ে যাবেন অভিনেত্রী? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হলে তিনি বললেন, “হ্যাঁ, সেটাই তো ইচ্ছা আছে।” বেশির ভাগ সময়ে অভিনেত্রীকে নেতিবাচক চরিত্রেই দেখেছেন দর্শক। ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকেও দুষ্টু চরিত্রে রোশনি। তিনি বললেন, “যে কোনও ভাল চরিত্রে অভিনয় করতে আমি রাজি। তবে নেতিবাচক চরিত্র হলে সেখানে কাজ করার জায়গা অনেকটা থাকে। তাই আমার নেতিবাচক চরিত্রে অভিনয় করতে বেশি ভাল লাগে। তা বলে নায়িকার চরিত্রের সুযোগ পেলে করব না তা নয়।”

নতুন খলনায়িকার চরিত্রে রোশনি ভট্টাচার্য।

এত দিন সুরভিকে দর্শক দেখছিলেন মিতুলের চরিত্রে। মাঝপথে মুখ বদল অভিনেত্রীর। তা কি কোনও ভাবে চাপ সৃষ্টি করেছেন রোশনির জীবনে? সে কথা অবশ্য একেবারেই মানতে রাজি নন তিনি। এত বছর যে ভাবে দর্শক তাঁকে ভালবাসা দিয়ে এসেছে এই নতুন চরিত্রেও তিনি সমান ভালবাসা পাবেন, এটাই আশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement