Rukmini Maitra

শোকে পাথর রুক্মিণী! তড়িঘড়ি কেন মুম্বই থেকে কলকাতায় ফিরে এলেন নায়িকা?

একের পর এক অঘটন। এক মাস আগেই মাসিকে হারিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মাত্র কিছু দিনের ব্যবধানে আরও এক কাছের মানুষকে হারালেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৮:২৯
Share:

কেন মনখারাপ রুক্মিণী মৈত্রের? ছবি: সংগৃহীত।

মন ভাল নেই অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। পরিবারে শোকের ছায়া। আচমকাই অঘটন। দাদুকে হারিয়ে শোকস্তব্ধ নায়িকা। গত বছরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়। রুক্মিণীর জন্মদিনেই দেখা গিয়েছিল তাঁর দাদু আর দিদার বিশেষ নাচ। আর প্রতি মুহূর্ত পরতে পরতে উপভোগ করছিলেন নায়িকা এবং পরিবারের বাকি সদস্যেরা। দাদুর হঠাৎ চলে যাওয়ায় মন ভাল নেই কারও।

Advertisement

ঘনিষ্ঠ সূত্রে খবর, দাদুর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন নায়িকা। যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্র বলছে, নায়িকার দাদু যে খুব অসুস্থ ছিলেন তেমন নয়। তবে অনেকটাই বয়স হয়েছিল। এক মাস আগেই নিজের মাসিকে হারিয়েছেন অভিনেত্রী। পরিবারে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায় মন ভাল নেই অভিনেত্রীর। মা এবং দিদার পাশে থাকতেই তাঁর কলকাতায় ফেরা। স্টুডিয়ো পাড়ার খবর, পাকাপাকি ভাবে নাকি মুম্বইয়েই থাকছেন তিনি। হিন্দি ছবির ওয়ার্কশপও নাকি করছেন। তবে নায়িকার তরফে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। তবে ইতিমধ্যেই চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিং শেষ করেছেন রুক্মিণী। আপাতত তাঁকে নতুন ভাবে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement