Rupsha Chatterjee

১৪ ঘণ্টা ধারাবাহিকের শুটিং, সাড়ে সাত মাসের ছেলেকে সামলাতে বড় সিদ্ধান্ত রূপসার

খুব অল্প দিন মাতৃত্বকালীন ছুটিতে নিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। এ বার কী ভাবে সামলাবেন একরত্তিকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৮:২৭
Share:

কী সিদ্ধান্ত নিলেন রূপসা? ছবি: সংগৃহীত।

ছেলের বয়স সাড়ে সাত মাস। আপাতত মায়ের কাছে রেখেই নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ছেলে হওয়ার পর খুব অল্প দিন মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন অভিনেত্রী। তার মাঝেও অবশ্য সদ্যোজাতকে নিয়ে শুটিংয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সাড়ে সাত মাসের ছেলেকে বাড়িতে রেখে কী ভাবে ১৪ ঘণ্টা শুটিং সেটে কাটাবেন তিনি? কী ভাবে খাওয়াবেন ছেলেকে? কিছু দিন আগে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছিলেন, শুটিং থেকে তিনি মেয়ের জন্য স্তনদুগ্ধ পাম্প করে পাঠান। রূপসাও কি তাই করবেন? অভিনেত্রী বললেন, “আমার ছেলে কোনও দিনই বোতলে দুধ খেতে অভ্যস্ত নয়। তাই পাম্প করে পাঠানো বৃথা। ছ’মাস হওয়ার পর এখন তো একটু একটু খাবার দেওয়া শুরু করেছি। আর মায়ের কাছে রেখেই শুটিংয়ে যাব।”

Advertisement

আপাতত সালকিয়ার আবাসন থেকে নিজের জোকার ফ্ল্যাটে থাকছেন রূপসা। স্টুডিয়ো থেকে নিজের পুরনো বাড়ি কাছে। তাই এই সিদ্ধান্ত। এক দিকে ছেলে, অন্য দিকে কাজ— সবটাই সামলাতে হবে। তাই নিজের সুবিধার জন্য ছেলে আপাতত তাঁর মায়ের দায়িত্বেই থাকবে। রূপসা বললেন, “ও সারা রাত স্তন্য পান করে। সকাল অবধি স্তন্যপান করিয়ে আমি কাজে যাই। মাঝের সময়টা অল্প অল্প শক্ত খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ, গত সাত মাসে আমার ঘুম উড়ে গিয়েছে। এই ভাবেই দিন কাটছে আমার।” আবারও দুষ্টু চরিত্রে ফিরছেন অভিনেত্রী। ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে রূপসাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement