Kone Dekha Alo

নায়কের সঙ্গে সাইনার প্রেমের দৃশ্য, শুটিংয়ে অস্বস্তি এড়াতে কী সিদ্ধান্ত মা সংযুক্তার?

শুটিংয়ে অনেক সময় মেয়ে সাইনাকে সঙ্গ দিতে যান অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। তবে মেয়ে যাতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাই সবসময় যে সঙ্গে থাকেন তিনি, তেমন নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৩:০৩
Share:

মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন রোম্যান্স প্রসঙ্গে কী বললেন মা সংযুক্তা চট্টোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের মাধ্যমে নায়িকা হিসাবে ছোটপর্দায় হাতেখড়ি অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ের। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। দশম শ্রেণির ছাত্রী সে। অভিনেতা সোমরাজ মাইতির বিপরীতে দেখা যাচ্ছে তাকে। বাস্তবে, নায়কের সঙ্গে তার বয়সের ফারাক অনেকটাই। পর্দায় প্রেমের দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হয়েছে কি তার? এ প্রসঙ্গে কী মত সাইনার মা সংযুক্তা চট্টোপাধ্যায়ের?

Advertisement

সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন ঝলক। যেখানে দেখানো হচ্ছে নায়ককে জড়িয়ে ধরছে নায়িকা। শুটিং ফ্লোরে যখন মেয়ের এমন কোনও প্রেমের দৃশ্যের শুটিং হয়, তখন কি উপস্থিত থাকেন মা সংযুক্তা? প্রশ্ন উঠতেই তাঁর উত্তর, “আমাদের বাড়ির পাশেই ডলের (সাইনা) ধারাবাহিকের শুটিং হয়। আর তা ছাড়া আমার নিজেরও অফিস রয়েছে। তাই সারা ক্ষণ আমি ওর শুটিংয়ে বসে থাকি না। আমার পক্ষে সম্ভবও না। তবে অনেক রাত অবধি শুটিং হলে বা সারারাত শুটিং হলে থাকি।” কিন্তু এমন কোনও দৃশ্য থাকলে তিনি নিজেই সামনে থাকতে পছন্দ করেন না।

সংযুক্তা বলেন, “সে দিন রাতেও শুটিং হচ্ছিল। সেখানে ওদের জড়িয়ে ধরার দৃশ্য ছিল। আমি সোমরাজ এবং ডল দু’জনকেই স্পেস দিতে চেয়েছিলাম। চেয়েছিলাম যাতে ওদের কোনও অস্বস্তি না হয়। তাই ফ্লোর থেকে বেরিয়ে আসি সেই সময়ের জন্য। আর অভিষেককে দেখে বড় হয়েছে ডল। তাই সেই অসুবিধা হয়নি।”

Advertisement

তবে অভিনেত্রীর জন্য প্রথমের দিকে সবটাই একটু অস্বস্তিকর ছিল। কিন্তু এখন আর তার অস্বস্তি হয় না। সময়ের সঙ্গে সকলের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে। সাইনা বলে, “প্রথমে অস্বস্তি হলেও এখন আর হয় না। সবাই আমার অস্বস্তি কাটিয়ে দিয়েছে।” এই প্রসঙ্গে মা সংযুক্তা যোগ করেন, “প্রযোজনা সংস্থা, পরিচালক এবং বাকি সকলের উপর আমার আস্থা রয়েছে। বাস্তবে তো সোমরাজ, মৈনাক সকলের সঙ্গে ডলের ভাই-বোনের সম্পর্ক।” প্রসঙ্গত, ‘অনুরাগের ছোঁয়া’র মাধ্যমে অভিনয়যাত্রা শুরু করে সাইনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement