কাজ নেই সন্ধ্যার হাতে। ছবি: সংগৃহীত।
বলিউডের বেশ কিছু ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু এই মুহূর্তে হাতে কোনও কাজ নেই। বাধ্য হয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন সন্ধ্যা মৃদুল। ক্যামেরার সামনেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
‘সাথিয়া’, ‘পেজ থ্রি’, ‘হানিমুন ট্রাভেল্স’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা। কিন্তু এখন কাজ পাচ্ছেন না। কারণ, সমাজমাধ্যমে যথেষ্ট ‘ফলোয়ার’ নেই তাঁর। সন্ধ্যা তাই প্রশ্ন তুলেছেন, “এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ফলোয়াররা না থাকলে তুমি কাজ পাবে ন। কিন্তু আপনারা আমাকে কাজ না দিলে, আমি বিখ্যাত হব কী ভাবে? বিখ্যাত হতে না পারলে, ফলোয়ার কোথা থেকে আসবে আমার? আর ফলোয়ার না থাকলে কাজই বা পাব কী ভাবে? আমার কথা বোঝা যাচ্ছে আশা করি!”
সমাজমাধ্যমে অনুসরণকারী দেখে কাজ? না কি কাজ দেখে অনুসরণকীদের সংখ্যা বৃদ্ধি পাবে? এই দুই প্রশ্ন যেন এক চক্র তৈরি করেছে। ব্যঙ্গ করে তাই উল্লিখিত প্রশ্নগুলি তুলেছেন সন্ধ্যা। অভিনেত্রী আরও বলেন, “আমার আপ্তসহায়ক আমাকে বলেছে, আমার ফলোয়ার নেই বলেই আমি কাজ হারিয়েছি। দ্বিতীয়ত, আমাকে দেখে নাকি ধনী মনে হয়। কিন্তু আমি ধনী নই।” ঘুরে ফিরে সেই একই কথা বলেছেন সন্ধ্যা। তাঁর কথায়, “আমাকে কাজ না দিলে আমার ফলোয়ার বাড়বে না। ফলোয়াররা না এলে, আমি কাজ পাব না। আর কাজ না থাকলে, আমাকে শুধু দেখেই ধনী মনে হবে। বাস্তবে আমি ধনী হতে পারব না।”
বর্তমানে এক লক্ষের উপর অনুসরণকারী সন্ধ্যার। কিন্তু কাজ পাওয়ার জন্য সেটা যথেষ্ট নয়। জানিয়েছেন তিনি নিজেই।