কেন শহর থেকে দূরে সন্দীপ্তা? ছবি: সংগৃহীত।
জুলাইয়ের শেষ থেকে চণ্ডীগড়ে থাকছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। হিন্দি ধারাবাহিকের শুটিংয়ের জন্য আপাতত নায়িকা সেখানেই রয়েছেন। তাঁরই অভিনীত বাংলা ওয়েব সিরিজ় ‘নষ্টনীড়’- গল্প হিন্দি মোড়কে তৈরি হচ্ছে। তবে তথাকথিত ধারাবাহিক বললে ভুল বলা হবে। সন্দীপ্তা বললেন, “১০০ পর্বের একটি টেলিভিশন সিরিজ় তৈরি হচ্ছে। একটু অন্য ধরনের অভিজ্ঞতা, তাই ভাল লাগছে। আর হিন্দি ভাষায় আমি বরাবরই স্বচ্ছন্দ।”
ভবানীপুরের মেয়ে সন্দীপ্তা ছোট থেকেই অনেক অবাঙালি বন্ধুদের সঙ্গে মিশেছেন। তাঁদের সঙ্গে অনেক সময় হিন্দিতেই কথা বলতে হত। নায়িকা বললেন, “যদিও রোজ তো হিন্দিতে কথা বলি না। কোথাও সমস্যা হলে পরিচালক বুঝিয়ে দিচ্ছেন। আমাদের সেটে পঞ্জাবি এবং হিন্দি ইন্ডাস্ট্রির তারকারাও আছেন।”
এত বছরে বহু হিন্দি ধারাবাহিকের কাজের সুযোগ এসেছে সন্দীপ্তার। কিন্তু সে সময় প্রয়োজনটা তেমন অনুভব করেননি। এত দিন পরে শহর, নিজের বাড়ি, স্বামী, মা-বাবার থেকে দূরে। সমস্যা হচ্ছে না? নায়িকার উত্তর, “সৌম্য আর আমার দু’জনেরই সমস্যা হচ্ছে। মা-বাবাও দূরে। পরিবার থেকে তো কোনও দিন দূরে থাকিনি। হঠাৎ করেই সবটা হয়েছে। পাঁচ দিনের কথায় কলকাতা থেকে চণ্ডীগড়ে এসেছি। তাই একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যাতায়াত করছি। এই যেমন তিন দিনের ছুটিতে এসেছি। সৌম্যও ছুটি পেলে আসবে চণ্ডীগড়ে। আপাতত এই ভাবেই চালাতে হবে।”
ইতিমধ্যেই বেশ কিছু অংশের শুটিং হয়েছে। অগস্টের শেষ থেকে শুরু হবে সম্প্রচার। অভিনেত্রী জানিয়েছেন, সুযোগ পেলে হিন্দি শিক্ষক রেখে প্রশিক্ষণ নিতেন। চরিত্র যথাযথ হলে আগামী দিনে হিন্দিতে কাজ করতে অসুবিধা নেই তাঁর।