কী বললেন সায়ন্তনী গুহঠাকুরতা? ছবি: সংগৃহীত।
কালো বিকিনিতে নীল জলে দাঁড়িয়ে অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। মডেলিং দিয়ে শুরু। তার পর অনেকগুলো ধারাবাহিকে অভিনয়ে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৮ সালের পর থেকে ছোটপর্দায় অভিনয় কমিয়ে দেন সায়ন্তনী। মন দেন বড়পর্দার কাজে। কিন্তু ছবিতেও যে, তাঁকে খুব বেশি দেখা যাচ্ছে তা নয়। এখন তিনি নিজের ব্যবসায় মন দিয়েছেন। ২০২৪ সালে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগেছেন সায়ন্তনী। এক বছরে ১০ কেজি ওজন বেড়ে গিয়েছিল। তাই নিজের প্রিয় মডেলিং প্রায় ভুলতে বসেছিলেন তিনি। কিন্তু কড়া ডায়েট এবং যোগাভ্যাস করে এখন ভিতর থেকে অনেক সতেজ তিনি। আত্মবিশ্বাসীও বটে। তাই এই বিশেষ ছবি তুলেছেন।
‘বিকিনি শুট’ করলে কি বেশি জনপ্রিয়তা পাওয়া যায়? এ কথা মানতে রাজি নন সায়ন্তনী। চেহারা যখন তৈরি, তখনই এই ধরনের পোশাক পরে ছবি তুলতে পারেন যে কেউ। তার সঙ্গে জনপ্রিয়তার কোনও প্রসঙ্গ উঠতে পারে না, দাবি অভিনেত্রীর। ক্যামেরার সামনে তাঁকে খুব বেশি দেখা না গেলেও ইন্ডাস্ট্রির অনেক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। তা নিয়ে বহু জনের প্রশ্ন রয়েছে মনে। সে ভাবে কাজ না করে কী করে সর্বত্র আমন্ত্রণ পান তিনি?
সায়ন্তনীর উত্তর, “মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছি। সেই সূত্রে সমাজের এমন অনেক বড় পদের মানুষের সঙ্গে আমার আলাপ রয়েছে। ফলে আমন্ত্রণ না পাওয়ার কিছু নেই। আর নিজের ব্যবসাও এখন বড় করার চেষ্টায় আছি। ফলে অনেকের সঙ্গে যোগাযোগ।” জনসংযোগ, অনুষ্ঠান আয়োজন–সহ বহু জিনিসকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন সায়ন্তনী। আপাতত নিজের ব্যবসাকে বড় করাই তাঁর লক্ষ্য। তা সামলে সম্ভবত দুর্গাপুজোর পর নতুন ছবির কাজ শুরু করবেন অভিনেত্রী।