Shilpa Shirodkar

করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর! ফের মাস্ক পরে সাবধান থাকার বার্তা, কী হয়েছিল অভিনেত্রীর?

২০২০-র অতিমারি আজও মানুষের স্মৃতিতে জীবন্ত। সেই ভয়াবহ সময়ের কি প্রত্যাবর্তন হতে চলেছে? শিল্পা শিরোদকর যা জানালেন, তাতে আবার প্রমাদ গুনতে শুরু করেছে মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:১৬
Share:

করোনা আক্রান্ত শিল্পা। ছবি: সংগৃহীত।


করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর। ২০২০-র অতিমারি আজও মানুষের স্মৃতিতে জীবন্ত। সেই ভয়াবহ সময়ের কি প্রত্যাবর্তন হতে চলেছে? শিল্পা শিরোদকর যা জানালেন, তাতে আবার প্রমাদ গুনতে শুরু করেছে মানুষ। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি। অনুরাগীদের সাবধান হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার শিল্পা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।” যদিও তাঁর উপসর্গের কথা কিছু জানাননি শিল্পা। অভিনেত্রীর এই পোস্টে স্তম্ভিত অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন।” আর একজনের প্রতিক্রিয়া, “কী বলছেন! দয়া করে সাবধানে থাকুন। নিজের খেয়াল রাখুন। আমার শুভকামনা রইল।” অনেকেই আবার অতিমারির কথা মনে করে আতঙ্ক প্রকাশ করেছেন।

শিল্পা শিরোদকর ৯০-এর দশকের অভিনেত্রী। ১৯৮৯ সাল থেকে ২০০০ সালের মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে ‘এক মুঠি আসমান’ ছবিতে শেষ অভিনয় করেছিলেন। সম্পর্কে তিনি অভিনেত্রী তথা মডেল নম্রতা শিরোদকরের বোন। ‘বিগবস্‌ ১৮’-তে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে নতুন করে নজর কাড়েন শিল্পা। অন্তিম রাউন্ড পর্যন্ত টিকে ছিলেন অভিনেত্রী। ‘বিগবস্’ এর ঘরে থাকাকালীন প্রায় ১৩-১৪ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন বলে দাবি করেছিলেন শিল্পা। ‘বিগবস্‌’-এর ঘর থেকে বেরোনোর পরে ফের নতুন করে প্রচারের আলোয় আসেন তিনি। সমাজমাধ্যমেও নিয়মিত নজর কাড়েন শিল্পা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement