Rahul-Shraddha Love Speculation

শ্রদ্ধার মুঠোফোনে রাহুলের মুখ! নায়িকার জন্মদিনের আগেই ফাঁস প্রেমিকের ঘনিষ্ঠ ছবি

জন্মদিনের আগের সন্ধ্যায় বড় খবর ফাঁস! মুখে কিছু না বললেও শ্রদ্ধার মুঠোফোনের ওয়ালপেপারে চর্চিত প্রেমিকের মুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১১:১৩
Share:

প্রেমে রয়েছেন শ্রদ্ধা কপূর-রাহুল মোদী? ছবি: সংগৃহীত।

রাহুল মোদীর সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন শ্রদ্ধা কপূর? কান পাতলে এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। কখনও এক বিমানে তাঁদের পাশাপাশি বসতে দেখা গিয়েছে। কখনও বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে, এক মঞ্চে নেচেছেন। কিন্তু প্রেম নিয়ে প্রশ্ন করলে কিছুতেই মুখ খুলবেন না! এ দিকে, সাংবাদিক, ছবিশিকারিরাও ওঁৎ পেতে রয়েছেন হাতনাতে ধরার জন্য।

Advertisement

সোমবার, ৩ মার্চ শ্রদ্ধার জন্মদিন। উইকিপিডিয়া অনুযায়ী, এ দিন তিনি ৩৮-এ পা দিচ্ছেন। জন্মদিনের আগের সন্ধ্যায় আচমকা ছবিশিকারিদের ক্যামেরায় বন্দি একটি মুহূর্ত। শ্রদ্ধা কোথাও থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। হাতে মুঠোফোন। হাতের চাপে সেটি চালু হতেই দেখা গিয়েছে, ওয়ালপেপার হিসেবে নায়িকা তাঁর আর চর্চিত প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ব্যবহার করছেন! ব্যস, গুঞ্জনে নতুন ইন্ধন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।

তা হলে কি বিশেষ দিনে বিশেষ ব্যক্তিকে প্রকাশ্যে আনতে চলেছেন শ্রদ্ধা? ভিডিয়ো দেখে এমন কানাঘুষোও শুরু হয়ে গিয়েছে যথারীতি।

Advertisement

শ্রদ্ধা সম্বন্ধে এক সাক্ষাৎকার ভিডিয়োয় ‘স্ত্রী’-র সহ-অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, “শ্রদ্ধার রক্তে অভিনয়। তাই ওঁকে আলাদা করে অভিনয় করতে হয় না। ও অভিনয় করছেন, এমনটাও মনে হয় না।” পাশাপাশি এ-ও জানিয়েছেন, নায়িকার রসবোধ দারুন। অভিনয়ের অবসরে কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে ওঁর সঙ্গে কিছু ক্ষণ কাটালেই বোঝা যায়। অভিনেতার কথায়, “সব সময় মাটির কাছাকাছি থাকেন। ঘরের খাবার খেতে ভালবাসেন। নায়িকারা সাধারণত চট করে রূপটানহীন ছবি দেন না। শ্রদ্ধা এ ক্ষেত্রেও ব্যতিক্রমী। তিনি সাজগোজ ছাড়াই ঘরোয়া ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement