Shreema Bhattacherjee

মা-বাবার বিয়ের সাক্ষী রইলেন শ্রীমা, বিবাহবার্ষিকী উপলক্ষে কী বিশেষ পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী?

অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ছোটপর্দার চেনা মুখ। পরিবারের সঙ্গে নিজের বেশ কিছু বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৭:৫৩
Share:

পরিবারের সঙ্গে শ্রীমা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

মা-বাবার বিয়ের ৩০ বছরের পূর্তি। এই বিশেষ দিনে সকাল থেকে অনেক কিছু পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। তাঁর প্রতিটি পরিকল্পনার একমাত্র সঙ্গী হলেন ভাই। কাজের ব্যস্ততায় মা-বাবাকে সময় দেওয়া হয় না। তাই এই দিনটা পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা করেছিলেন তিনি। উচ্ছ্বসিত শ্রীমা জানালেন মা-বাবার দ্বিতীয় বার বিয়ের পরিকল্পনা কী ভাবে করলেন?

Advertisement

আগে থেকেই মনে মনে সবটা ভেবে রেখেছিলেন অভিনেত্রী। সকাল থেকে উঠে সেই মতো প্রস্তুতিও শুরু করে দেন। রান্নাবান্না সবই নিজে হাতে করেছেন শ্রীমা। অভিনেত্রী বললেন, “মা-বাবা কিছুই জানতেন না। সবটাই আমি আর ভাই মিলে পরিকল্পনা করেছিলাম।” মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল শ্রীমার মায়ের। মা-মেয়ে একপ্রকার একসঙ্গেই বড় হয়েছেন। সমাজমাধ্যমে বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “মা-বাবার দ্বিতীয় বার বিয়ে। এ বার আমি আর আমার ভাই দু’জনের উপস্থিতিতে বিশেষ কাজটি হল।”

শ্রীমা বলেন, “শ্রী স্বামী নারায়ণ মন্দিরে নিয়ে গিয়েছিলাম মা-বাবাকে। চুপিচুপি মা বাবার জন্য মালাও নিয়ে গিয়েছিলাম। ওঁরা তো ভেবেছিলেন ঠাকুরের জন্য কিনেছি। মা যা লজ্জা পেয়েছে কাল।” বিবাহবার্ষিকী উপলক্ষে বাবাকে দাঁত বাঁধিয়ে দিয়েছেন আর মায়ের জন্য হাঁটু ব্যথা উপশমের জিনিস কিনে দিয়েছেন। এ ছাড়াও গঙ্গার ধারের বিশেষ রেস্তরাঁয় খাওয়াতেও নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। মা-বাবার জন্য এই পরিকল্পনা করে খুশি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement